Advertisement
Advertisement
BJP Minister

কুরেশিকে নিয়ে কুমন্তব্যের পর ‘ধর্ষিতা’র পরিবারের সঙ্গে ছবি! ফের বিতর্কে বিজেপি মন্ত্রী

নির্যাতিতার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠছে।

After Qureshi Sofiya remark now BJP Minister's photo with rape victim's family goes viral
Published by: Kishore Ghosh
  • Posted:June 4, 2025 2:58 pm
  • Updated:June 4, 2025 3:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজেপি নেতা বিজয় শাহ। সেই মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই বিজেপি শাসিত নিজের রাজ্যে এক ধর্ষিতার পরিবারের সঙ্গে বিজয়ের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠছে। নতুন করে অস্বস্তিতে গেরুয়া নেতা।

Advertisement

সম্প্রতি খান্ডওয়াতে নির্যাতিতার বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দিতে যান বিজয়। পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন তিনি। সেই ছবি তোলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। পরে সেই ছবি সমাজমাধ্যমে আপলোড করা হয়। যা দ্রুত ভাইরাল হয়। এর ফলে ধর্ষিতার আত্মীয়দের পরিচয় প্রকাশ্যে এসেছে, এভাবে যৌন নিপীড়নের মামলায় ভুক্তভোগীদের পরিচয় রক্ষাকারী আইন লঙ্ঘন করা হয়েছে, রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোফিয়া কুরেশিকে বেফাঁস মন্তব্যের পর নতুন করে বিতর্কে জড়িয়ে বেজায় অস্বস্তিতে বিজেপি নেতা।

উল্লেখ্য, সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে। যদিও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ।

বিজয় বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাতে অবশ্য রেহাই পাননি তিনি। বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আদালতের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি নেতা। সেই মামলা এখনও চলছে। যদিও বিরোধীদের বিজয় শাহের গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ