Advertisement
Advertisement
India

দেশে ফিরেছেন পূর্ণম, বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্সকে ফেরত পাঠাল ভারত

৩ মে রাজস্থানের সীমা লঙ্ঘন করেন পাকিস্তানি জওয়ান।

After return purnam today India released Pakistani rangers
Published by: Subhankar Patra
  • Posted:May 14, 2025 4:14 pm
  • Updated:May 14, 2025 4:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ দিন বন্দি থাকার পর ভারতীয় জওয়ান পূর্ণমকুমার সাউকে ছেড়েছে পাকিস্তান। তারপর ভারতের হাতে বন্দি পাক রেঞ্জারকে ছাড়ল ভারত। দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারতের হাতে বন্দি ছিলেন পাকিস্তানের ওই জওয়ান।

Advertisement

গতমাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়েন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। এর কিছুদিন পর ৩ মে রাজস্থানে সীমা লঙ্ঘন করেন পাকিস্তানি জওয়ান। দু’দেশের সেনার তরফে ফ্ল্যাগ মিটিং করা হয়। কিন্তু বরফ গলেনি। এই সময়ে ভারত-পাক সংঘর্ষে পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। ভারতীয় জওয়ানকে ছাড়া নিয়ে জটিলতা তৈরি হয়।

একইভাবে ভারতে বন্দি ছিলেন পাক জওয়ানও। সাধারণত এই রকম সময়ে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে জওয়ানদের ছেড়ে দেওয়াটাই দস্তুর। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের চাপের কাছে নতিস্বীকার করে পাকিস্তান। ছাড়া হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণমকে। এরপরই ভারতের হাতে বন্দি পাক জওয়ানকেও ছেড়ে দেয় সেনা।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ণমকে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ফিরেয়ে আনা হয়েছে দেশে। তবে এখনই বাড়ি ফিরছেন না পূর্ণম। তাঁর শারীরিক পরীক্ষা ছাড়াও একাধিক প্রক্রিয়া রয়েছে। সেইগুলি মেটার পরই তিনি হুগলির বাড়িতে ফিরে আসবেন বলে খবর। পূর্ণমের দেশে ফিরে আসার পর খুশির হাওয়া তাঁর বাড়িতে। পূর্ণম তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছেন তিনি সুস্থ রয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ