সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক আগেই দেনাগ্রস্ত রিলায়েন্স কমিউনিকেশনস-এর (আরকম) ঋণ অ্যাকাউন্টকে ‘প্রতারক’ হিসাবে চিহ্নিত করেছিল। এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও একই পথে হাঁটল। তাদের রিপোর্টে শিল্পপতি অনিল আম্বানি এবং রিলায়েন্স টেলিকমের নামও রয়েছে। রবিবারই এ কথা শেয়ার বাজারকে জানিয়ে দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল আরকম এবং তার শাখা সংস্থাগুলি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে।
শেয়ার বাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, অনিলের সংস্থা ৭২৪.৭৮ কোটি টাকার ঋণ মেটায়নি। অনিলের সংস্থাকে বারবার ঋণ মেটানোর জন্য বলা হয়েছিল। কিন্তু তারা পাত্তাই দেয়নি। যে কারণে ২০১৭ সালে এই ঋণের অঙ্ককে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট হিসাবে ঘোষণা করা হয়। অনিলের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ঋণ নেওয়া অর্থ চুক্তি ভেঙে অন্য খাতে ব্যবহার করেছে তারা।
স্টেট ব্যাঙ্কের ২৯২৯.০৫ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে শিল্পপতি অনিল এবং তাঁর সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, গত বৃহস্পতিবার পরিষেবা বন্ধ হয়ে যাওয়া টেলিকম সংস্থা, তার ডিরেক্টর অনিল, ‘অজানা’ কয়েক জন সরকারি আধিকারিক এবং আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে অনিলের মুম্বইয়ের বাড়ি এবং আরকমের দফতরে তল্লাশি চালিয়েছে সিবিআই। যদিও মুখপাত্রের মাধ্যমে অনিলের দাবি, স্টেট ব্যাঙ্কের অভিযোগটি ১০ বছর আগের। সেই সময়ে তিনি সংস্থার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। পাঁচ নন-এগজিকিউটিভ ডিরেক্টরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। অথচ অনিলকে আলাদাভাবে হয়রান করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.