সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যাদুর্গত মহারাষ্ট্রে ফের বিতর্কে জড়াল বিজেপি। কয়েকদিন আগেই বন্যাকবলিত এলাকায় ত্রাণের কাজে গিয়ে সেলফি তুলেছিলেন ফড়ণবিস সরকারের জলসম্পদমন্ত্রী গিরীশ মহাজন। বিষয়টি নিয়ে বিতর্ক এখনও চলছে। তিনি বন্যা পর্যটনের প্রচারে গিয়েছিলেন বলেও কটাক্ষ করেন অনেকে। এর মাঝেই ত্রাণসামগ্রীর প্যাকেটে মুখ্যমন্ত্রী ও বিধায়কের ছবি দেওয়া স্টিকার লাগিয়ে বিতর্কে জড়াল মহারাষ্ট্রের বিজেপি সরকার। বন্যা বিধ্বস্ত কোলাপুর এবং সাংগলিতে ওই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলে অভিযোগ। ওই প্যাকেটগুলির একদিকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও অন্যদিকে রয়েছে মহারাষ্ট্রের ইছলকরনজি বিধানসভার বিজেপি বিধায়ক সুরেশ হালভানকার ছবি।
শনিবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রথম টুইট করেন এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে। তার ফলে নেটদুনিয়ায় প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় রাজ্যের শাসকদল বিজেপিকে। ত্রাণসামগ্রীর প্যাকেটের ছবি দিয়ে মুন্ডে টুইট করেন, ‘সরকার কিসে অগ্রাধিকার দিচ্ছে? স্টিকার ছাপানোয়! এইজন্যই কি গত দু’দিন বন্যা দুর্গতদের কাছে কোনও ত্রাণসামগ্রী পৌঁছনো হয়নি। যাতে স্টিকার ছাপানোর সময় পাওয়া যায় ? আসলে এই ধরনের লোকেরা স্টিকারে নিজেদের ছবি ছাপাতে দেরি করেন না। এই দেখনদারি মনোভাবের জন্য আপনারা মানুষকে না খাইয়েই মেরে ফেলবেন।’
বিষয়টির উল্লেখ করে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করেন এনসিপির মুখপাত্র নবাব মালিকও। বলেন, ‘ভদ্রতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বিজেপি। ওরা এতটাই নিলজ্জ ও স্বার্থপর হয়ে পড়েছে যে বন্যাদুর্গত মানুষদের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করতেও পিছপা হচ্ছে না।’ স্যোশাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার কথা জানতে পেরে সরব হয়েছেন মহারাষ্ট্র-সহ গোটা দেশের মানুষ। প্রশ্ন তুলেছেন, বন্যাকবলিত এলাকায় নিজেদের প্রচার না করলেই কি চলছিল না ওদের। নাকি ভোট আসার আগে মানুষকে প্রভাবিত করার জন্য বন্যার সময়কেই ব্যবহার করতে চাইছে।
যদিও বন্যাদুর্গত এলাকায় প্রচার চালানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে মহারাষ্ট্র সরকার ও বিজেপির তরফে। উলটে তাদের দাবি, ত্রাণসামগ্রী যাতে লুঠপাট না হয় তাই স্টিকার লাগানো হয়েছিল। পাশাপাশি এটাও জানানোর চেষ্টা হচ্ছিল যে সরকারের তরফে এগুলি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
सरकारची प्राथमिकता कशाला? तर स्टिकर छापायला. स्टिकर छापण्यासाठी पूरग्रस्तांना तब्बल २ दिवस मदत दिली नाही. लेकरं-बाळं उघड्यावर पडलीत. यांना मात्र स्वत:चे फोटो टाकत स्टीकर डिझाईन करून, प्रिंट करून ते चिटकवण्यात तत्परता दाखवायची आहे. शोबाजी पायी उपाशी माराल लोकांना.
— Dhananjay Munde (@dhananjay_munde)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.