Advertisement
Advertisement
Jammu And Kashmir

অবৈধ আটক ও হেফাজতে সহকর্মীকে মারধর! ৬ পুলিশ আধিকারিককে গ্রেপ্তার সিবিআইয়ের

গ্রেপ্তার হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন একজন ডেপুটি সুপার এবং ইন্সপেক্টরও।

After Supreme Court Order, 6 Cops Arrested For Brutal Torture Of Policeman in Jammu And Kashmir

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 21, 2025 1:18 pm
  • Updated:August 21, 2025 1:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ কর্মী খুরশিদ আহমেদ চৌহানকে অন্যায় ভাবে আটক এবং হেফাজতে মারধর করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের ছয় পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে সিবিআই। যার মধ্যে রয়েছেন একজন ডেপুটি সুপার এবং ইন্সপেক্টরও।

Advertisement

২০২৩ সালে কুপওয়াড়া জেলার এক পুলিশকর্মীকে অবৈধ ভাবে আটক করে হেফাজতে রেখে চরম অত্যাচার করার অভিযোগ উঠেছিল পুলিশেরই বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই ওই পুলিশি নির্যাতনের ঘটনার তদন্তে নেমে এফআইআর দায়ের করে এবং অভিযুক্ত পুলিশকর্মীদের গ্রেপ্তার করে।

জানা যাচ্ছে, গ্রেপ্তার হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপার আইজাজ আহমদ নাইকু এবং ইন্সপেক্টর রিয়াজ আহমেদ, দুই আধিকারিকের বিরুদ্ধেই ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুলিশকর্মী খুরশিদ আহমেদ চৌহানকে নির্মমভাবে অত্যাচারের অভিযোগ রয়েছে।

জুলাই মাসে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করে এবং চৌহানের উপর হওয়া নির্যাতনকে ‘পুলিশি নৃশংসতার সবচেয়ে বর্বর উদাহরণ’ বলেও আখ্যা দেয়। একই সঙ্গে শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীর হাই কোর্টকেও এই মামলায় ‘গুরুতর ভুলের জন্য’ ভর্ৎসনা করে।

কেস রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি,পুলিশকর্মী খুরশিদ আহমেদ চৌহানকে কুপওয়ারা জেলার এসএসপির তরফে ডেকে পাঠানো হয়। মাদক পাচার সংক্রান্ত একটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়। যদিও অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও এফআইআর করা হয়নি। টানা তিনদিন হেফাজতে রাখার অভিযোগ ওঠে কুপওয়ারা পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ