সংসদে ভাষণ সোনিয়া গান্ধীর।
সোমনাথ রায়, নয়াদিল্লি: আসন্ন বাদল অধিবেশনের রণকৌশল ঠিক করতে সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করলেন কংগ্রেস সাংসদরা। ঠিক হয়েছে পহেলগাঁও, অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতরে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করবে কংগ্রেস-সহ অন্য বিরোধীরা।
এদিনের বৈঠকে ঠিক হয়েছে পহেলগাঁও নাশকতার প্রায় তিন মাস পার হতে চললেও কেন একজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা গেল না, অপারেশন সিঁদুরের পর বিরোধীদের বিশেষ অধিবেশন ডাকার দাবিকে কেন মান্যতা দেওয়া হল না, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির কৃতিত্ব বারবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজে নিলেও কেন এখনও প্রধানমন্ত্রী প্রকাশ্যে কিছু বললেন না- এই বিষয়গুলিকে সামনে এনে আক্রমণ করা হবে কেন্দ্রকে। একইসঙ্গে তোলা হবে বিহারের এসআইআর, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি ফেরত দেওয়ার মত বিষয়ও। সঙ্গে থাকবে কৃষক আন্দোলন, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো লাগাতার চলে আসা বিষয়ও।
কেন্দ্রের উপর চাপ আরও বাড়াতে ‘ইন্ডিয়া’ জোটসঙ্গীদের সঙ্গে দ্রুত বৈঠক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। সোনিয়ার বাসভবনে হওয়া বৈঠকে দুই কক্ষের দুই বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, পি চিদম্বরম, জয়রাম রমেশদের মতো প্রথম সারির সাংসদরা থাকলেও উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া শশী থারুর, লোকসভার উপদলনেতা গৌরব গগৈদের। থারুর চিঠি লিখে জানিয়েছেন, পারিবারিক কিছু কাজ থাকায় তিনি বৈঠকে থাকতে পারছেন না।
এদিকে, এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ডেকে পাঠিয়েছিলেন। আসন্ন বাদল অধিবেশনে রাজ্যসভা অধিবেশনে বিরোধীদের থেকে সহযোগিতা চেয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি ধনকড়কে সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.