Advertisement
Advertisement

Breaking News

Air India

আহমেদাবাদ দুর্ঘটনায় আর্থিক সাহায্যে গড়িমসি, সংবেদনশীল তথ্য চাওয়ার অভিযোগ, মুখ খুলল এয়ার ইন্ডিয়া

এ পর্যন্ত ৪৭টি পরিবার আর্থিক সাহায্য পেয়েছে বলে জানাল বিমান সংস্থা।

Ahmedabad Plane Crash: families claim forced financial disclosures, Air India denies charge
Published by: Subhajit Mandal
  • Posted:July 4, 2025 10:38 am
  • Updated:July 4, 2025 10:38 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সাহায্য দিতে গড়িমসি! ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে সংবেদনশীল তথ্য চাওয়া! আহমেদাবাদ দুর্ঘটনার আর্থিক সাহায্য দেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। তবে ভারতীয় বিমান সংস্থা সেই সব অভিযোগ খারিজ করে দিল। এয়ার ইন্ডিয়ার দাবি, কারও কাছে কোনও সংবেদনশীল নথি চাওয়া হয়নি। তবে আর্থিক সাহায্যের ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দরকার হয়। সেগুলি বাধ্যতই করতে হচ্ছে তাদের।

Advertisement

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন! আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। অবশ্য সেটা এয়ার ইন্ডিয়ার ‘মহানুভবতা’ নয়। বরং বাধ্যবাধকতা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য। উড়ান সংস্থাগুলি। কিন্তু অভিযোগ উঠছে, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল।

ইতিমধ্যেই বহু বিদেশি যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ব্রিটেন ও আমেরিকার একাধিক ল’ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের তরফে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি শুরু করেছে। স্রেফ ব্রিটেনেরই ৪০টি পরিবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। যদিও মৃত যাত্রীদের পরিবারগুলির সব অভিযোগই খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। তারা বলছে, এই সব অভিযোগ ভ্রান্ত। তথ্যগতভাবে এর কোনও সত্যতা নেই।

উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৭ জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও ৫০টি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কোনও সংবেদনশীল তথ্য পরিবারগুলির কাছে চাওয়া হচ্ছে না বা কোনওভাবেই হেনস্তা করা হচ্ছে না। এমনকী ইমেলের মাধ্যমে যাতে পরিবারগুলি আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। সংস্থার তরফে বিবৃতিতে বলা হচ্ছে, “যেভাবেই সম্ভব আমরা পরিবারগুলির পাশে থাকতে চাই। ইতিমধ্যেই ১ কোটি টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আরও ৫০০ কোটির তহবিল এয়ার ইন্ডিয়া তৈরি করছে এই মৃতদের পরিবারগুলির জন্য।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ