সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেক অফের পর মাত্র ৩০ সেকেন্ড! তারপরই ভয়াবহ দুর্ঘটনা। মোট ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদ থেকে ইংল্যান্ডের গ্যাটউইকগামী বিমান ধাক্কা মারল মেডিক্যাল কলেজের হস্টেলে। মৃত্যু অন্তত ২৭৫ জনের! মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন হল, কেন ঘটল এমনটা? এর দায় কার? কোথাও কি অন্তর্ঘাত থেকে থাকতে পারে? কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। প্রথম মনে করা হচ্ছিল, এটা নিছকই দুর্ঘটনা। কিন্তু অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কথায় অন্য ইঙ্গিত মিলল। তিনি জানিয়ে দিলেন, আহমেদাবাদ দুর্ঘটনায় অন্তর্ঘাত হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ওড়ার ঠিক ৩০ সেকেন্ড পর কীভাবে ভেঙে পড়ল বিমান? এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। তাহলে এই দুর্ঘটনা ঘটল কীভাবে? নানা জনের নানা মত। কেউ কেউ বলছেন, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা, ওড়ার পর যে কোনও কারণেই হোক, যে উচ্চতায় বিমানটি ওড়ার কথা ছিল, সেই উচ্চতায় সেটি ওঠেনি। কারও কারও ধারণা, বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে। আবার কোনও কোনও মহল থেকে এই দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের তত্ত্বও ভাসিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণটা কী? সেটা স্পষ্ট হবে ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারের পর। তবে আপাতত বিরোধী শিবির পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে।
অন্তর্ঘাত যে থাকতে পারে সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রও। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বলছেন, “এটা দুঃখজনক ঘটনা। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো পুরো ঘটনার তদন্ত করছে। সব দিক থেকে তদন্ত করা হচ্ছে। যদি কোনওরকম অন্তর্ঘাতের সম্ভাবনা থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভ ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। অনেক এজেন্সি এর পিছনে আছে।”
সরকারি হিসাবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন। ভারতের তরফে ওই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB), ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (BCAS), এই তিন সংস্থা। মুরলীধর মোহল বলছেন, কেন দুর্ঘটনা, এখনই সেটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধার হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.