Advertisement
Advertisement

যাত্রী নিরাপত্তায় গলদ কেন? আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে কেন্দ্র

অসামরিক বিমান পরিবহণ সচিবকে তলব করল পরিবহণ এবং সংস্কৃতি মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।

Ahmedabad Plane Crash: Parliamentary panel summons Civil Aviation secretary for security review
Published by: Subhajit Mandal
  • Posted:June 28, 2025 2:17 pm
  • Updated:June 28, 2025 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে মোদি সরকার। যাত্রী নিরাপত্তায় এত গলদ কেন? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ সচিবকে তলব করল পরিবহণ এবং সংস্কৃতি মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। আগামী ৮ জুলাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব সমীর কুমার সিনহাকে তলব করেছে সংসদীয় কমিটি।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর কেন্দ্র তথা এয়ার ইন্ডিয়া একাধিক প্রশ্নের মুখে। কেন দুর্ঘটনা? কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা? কোনওরকম গাফিলতি ছিল কিনা, এমন হাজারও প্রশ্ন। তাৎপর্যপূর্ণভাবে ওই দুর্ঘটনার কিছুদিন আগেই পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি দেশের সার্বিক অসামরিক বিমান পরিবহণ নিয়েই প্রশ্ন তুলেছিল।

গত মার্চে রাজ্যসভায়, ভ্রমণ, পরিবহণ এবং সংস্কৃতি মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি সংসদে একটি রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে স্পষ্ট বলা হয়, অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে যে সুরক্ষা বাজেট বরাদ্দ করা হয়েছে সেটা একেবারেই পর্যাপ্ত নয়। ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB), ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (BCAS) তিন সংস্থা মিলিয়ে ২০২৪-২৫ বাজেটে বরাদ্দ করা হয়েছে মাত্র ৬৫ কোটি টাকা। এর মধ্যে DGCA পেয়েছে ৩০ কোটি, AAIB পেয়েছে ২০ কোটি এবং ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি পেয়েছে মাত্র ১৫ কোটি। যাত্রীসংখ্যার নিরিখে ভারতের অসামরিক বিমান পরিবহণ শিল্প বিশ্বের তৃতীয় বৃহত্তম। প্রতিবছর লক্ষ লক্ষ যাত্রী বিমানে যাতায়াত করেন। সেখানে নিরাপত্তার জন্য বরাদ্দ মাত্র ৬৫ কোটি। উদ্বেগপ্রকাশ করেছিল সংসদীয় কমিটি। কিন্তু সেই উদ্বেগে বিশেষ পাত্তা দেয়নি কেন্দ্র। বাজেটও বাড়ানো হয়নি।

ঘটনাচক্রে তার কিছুদিন পরেই আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই এই সংসদীয় কমিটির বহু সদস্য ক্ষুব্ধ। বিশেষ করে বিরোধী দলের সদস্যরা। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে ৮ জুলাইয়ের বৈঠকে কড়া প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই সংসদীয় কমিটি সংসদের আসন্ন বাদল অধিবেশনে রিপোর্ট দেবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement