ফাইল চিত্র
আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনা। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। বহু মৃত্যুর আশঙ্কা। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান।
রাত সাড়ে ১২টা: অভিনেতা বিক্রান্ত মাসি জানিয়েছেন, ওই বিমানে ছিলেন তাঁর তুতো ভাই ক্লাইভ কুন্দর। তিনি ছিলেন বিমানটির ফার্স্ট অফিসার তথা কোপাইলট। ‘ব্যক্তিগত ক্ষতি’র কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা।
রাত সাড়ে ১১টা: শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাত ১০টা ১৫: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।
রাত ১০টা: এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”বিমানে ১ লক্ষ ২৫ হাজার লিটার জ্বালানি ছিল। অতিরিক্ত তাপমাত্রার কারণেই কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মৃতদেহ উদ্ধারের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।”
সন্ধে ৯টা: দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি প্রমুখ।
Union Home Minister Amit Shah arrived at the site of Ahmedabad plane crash and took stock of the situation, earlier this evening. Gujarat CM Bhupendra Patel, Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu, MoS Civil Aviation Murlidhar Mohol and Gujarat Home Minister Harsh Sanghavi were also with him.
| Gujarat: Union Home Minister Amit Shah arrived at the site of Ahmedabad plane crash and took stock of the situation, earlier this evening.
Gujarat CM Bhupendra Patel, Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu, MoS Civil Aviation Murlidhar Mohol and Gujarat Home…
— ANI (@ANI)
সন্ধে ৮টা ৫০: নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা আর্থির সাহায্যের ঘোষণা টাটার। যে হস্টেলে বিমান ভেঙে পড়েছিল সেখানকার নিহতদের পাশে দাঁড়ানোরও আশ্বাস।
সন্ধে ৮টা: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র এক্স হ্যান্ডলে এই সংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন। লিখেছেন, বিজয় রূপানির প্রয়াণ কেবল গুজরাটেরই নয়, ভারতীয় রাজনীতির জন্যই অপূরণীয় ক্ষতি।
BJP MP Sambit Patra tweets, “The news of the tragic demise of former Chief Minister of Gujarat and senior member of the BJP family, Vijay Rupani ji, in the unfortunate plane crash in Ahmedabad is extremely painful and heart-wrenching. His departure is an irreparable loss not…
— ANI (@ANI)
সন্ধে ৭টা ৪৫: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স হ্যান্ডলে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ভয়াবহ খবর পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের সমস্ত নাগরিককে এই শোকের দিনে আমার গভীর সমবেদনা।’
Horrible news of a passenger plane crash in India. My deepest condolences to Prime Minister and the entire people of India on this tragic day. Our thoughts are with all victims’ relatives and close ones in India, the UK, Portugal, and Canada. We share your shock and…
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa)
সন্ধে ৭:১৫ বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা গিয়েছে বলে জানাল আহমেদাবাদ পুলিশ। পুলিশ সূত্রে খবর, রমেশ বিশ্বকুমার নামে এক যাত্রীকে সুস্থ অবস্থায় বিমান থেকে উদ্ধার করা গিয়েছে। রমেশ হেঁটে যাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সন্ধে ৭ দুর্ঘটনাস্থলে পৌঁছলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু। বিমানের ধ্বংসাবশেষ এলাকা পরিদর্শন করছেন তিনি। দুর্ঘটনার যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। বিমানে বিজয় রূপানি ছিলেন বলেও দুঃখপ্রকাশ করেছেন মন্ত্রী।
| On Air India plane crash, Union Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu says, “We are going to do a fair & thorough investigation, and probe why this incident happened. We still have to find out the numbers.”
“Very sad to know that (BJP leader) Vijay Rupani…
— ANI (@ANI)
বিকেল ৬.৩০: জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে শোকাহত জার্মানি। ভারতের মানুষদের জন্য প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘আমরা দেখেছি আহমেদাবাদ থেকে উড়ানের পর এয়ার ইন্ডিয়ার বিমানটির ভেঙে পড়ার ছবি। যেহেতু এখনও আমরা বিস্তারিত বিবরণ পাইনি, আমার ভাবনা ও হৃদয়ের আর্তি মাখা প্রার্থনা রয়েছে আমাদের ভারতীয় বন্ধুদের জন্য।’
বিকেল ৫:১০ সাংবাদিকদের মুখোমুখি হলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানালেন, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বুঝতে আরও বেশ কিছুটা সময় দিতে হবে। আপাতত দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। বিদেশি নাগরিকদের বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে অন্যান্য দেশের প্রশাসনের সঙ্গে।
বিকেল ৫: বিমান দুর্ঘটনার পর থেকে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল আহমেদাবাদ বিমানবন্দর। অবশেষে শুরু হল উড়ান পরিষেবা। অন্যদিকে, বিমান দুর্ঘটনায় সম্ভবত মৃত্যু হয়েছে এক কানাডিয়ান নাগরিকের। ভারতের কানাডিয়ান হাই কমিশনও শোক প্রকাশ করেছেন গোটা ঘটনায়। অসমর্থিত সূত্রের খবর, বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়েছিল বিমানটি। ওই হস্টেলের অন্তত ২০ জন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে।
High Commission of Canada expresses deepest condolences following the tragic plane crash in Ahmedabad. Our thoughts are with the families and loved ones of the victim: High Commission of Canada in India
The plane had 242 passengers, including one Canadian national, onboard.
— ANI (@ANI)
বিকেল ৪:৫০ আহমেদাবাদ বিমানবন্দরে আপাতত সমস্ত উড়ান পরিষেবা বন্ধ। তার জেরে ব্যাহত হয়েছে দেশের একাধিক প্রান্তের বিমান চলাচল। এহেন পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল ইন্ডিগো।
Travel Advisory
Following the incident near Ahmedabad Airport and the resulting runway restrictions, flight operations are impacted.
Our thoughts are with the families of those affected. We seek your kind understanding, as these are truly challenging times for everyone.
If…
— IndiGo (@IndiGo6E)
বিকেল ৪:৪০ আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন ব্রিটেনের ৫৩ জন নাগরিক। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। গোটা ঘটনার দিকে নজর রাখছেন বলেই জানান তিনি। শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও।
The scenes emerging of a London-bound plane carrying many British nationals crashing in the Indian city of Ahmedabad are devastating.
I am being kept updated as the situation develops, and my thoughts are with the passengers and their families at this deeply distressing time.
— Keir Starmer (@Keir_Starmer)
বিকেল ৪:৩০ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। দলীয় কর্মীদেরও উদ্ধারকাজে শামিল হতে বলেছেন তিনি।
Congress MP & LoP Lok Sabha Rahul Gandhi says, “The Ahmedabad Air India crash is heartbreaking. The pain and anxiety the families of the passengers and crew must be feeling is unimaginable. My thoughts are with each one of them in this incredibly difficult moment. Urgent rescue…
— ANI (@ANI)
বিকেল ৪:১৫ মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।’
President Droupadi Murmu says, “I am deeply distressed to learn about the tragic plane crash in Ahmedabad. It is a heart-rending disaster. My thoughts and prayers are with the affected people. The nation stands with them in this hour of indescribable grief.”
— ANI (@ANI)
বিকেল ৪ আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়।
PM Narendra Modi tweets, “The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.”
— ANI (@ANI)
দুপুর ৩:৫০ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। 011-24610843, 9650391859 নম্বরগুলি রাখা হয়েছে কন্ট্রোল রুমে। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়েই বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন যাত্রীদের আত্মীয়রা। আহমেদাবাদ পুলিশের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
Pained beyond words by the tragic plane crash in Ahmedabad. Disaster response forces have been quickly rushed to the crash site. Spoke with the Gujarat Chief Minister Shri Bhupendra Patel, Home Minister Shri Harsh Sanghavi, and Commissioner of Police Ahmedabad to assess the…
— Amit Shah (@AmitShah)
দুপুর ৩:৪০ লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুলল ব্রিটিশ সরকার। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।
দুপুর ৩:৩০ AI171 বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার জন্য চালু করা হয়েছে হটলাইন 1800 5691 444
Air India says, “The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are Indian nationals, 53 are British nationals, 1 Canadian national and 7 Portuguese nationals. The injured are…
— ANI (@ANI)
দুপুর ৩:১৫ দুর্ঘটনাগ্রস্ত বিমানে সম্ভবত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্যাসেঞ্জার তালিকায় ১২ নম্বরে তাঁর নাম ছিল। অন্যদিকে ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে, ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের। কো পাইলট তথা ফার্স্ট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দরও ১১০০ ঘণ্টা বিমান চালনা করেছেন।
দুপুর ৩ ডিজিসিএর তরফে জানানো হয়েছে, টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। সমস্ত উড়ান পরিষেবা আপাতত স্থগিত। আহমেদাবাদগামী বিমানগুলি বাতিল করে দেওয়া হয়েছে দিল্লি থেকেও।
দুপুর ২:৪৫ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন রামমোহন নায়ডুর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুই মন্ত্রীকে অবিলম্বে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
PM Modi spoke to HM Amit Shah and Civil Aviation Minister Ram Mohan Naidu. He has asked them to go to Ahmedabad and ensure all possible assistance is extended to those affected in the wake of the air mishap: Sources
— ANI (@ANI)
দুপুর ২:৩০ আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বড়সড় তথ্য প্রকাশ করল ডিজিসিএ। জানানো হয়েছে, বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে’ডে কল দিয়েছিলেন পাইলট। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বিপদে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি এটিসি।
দুপুর ২:১৫ গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা।
দুপুর ২ আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে।
দুপুর ১:৪৫ দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে AI171 বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.