Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পের হোটেলে বিনিয়োগে দ্বিগুণ আয়! এআই ভিডিও দেখিয়ে প্রতারণায় ২ কোটি গায়েব 

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

AI-generated Trump video used to dupe people in Karnataka

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:May 26, 2025 6:08 pm
  • Updated:May 26, 2025 7:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার হোটেলে বিনিয়োগ করুন। দ্বিগুণ আয় হবে। সোশ্যাল মিডিয়ায় বলছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প! এই কথায় বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হলেন কর্নাটকের দুই শতাধিক মানুষ। আদৌ ট্রাম্প নন, বরং ট্রাম্পের এইআই ভিডিও বানিয়ে ২ কোটি টাকার প্রতারণা করেছে একদল জালিয়াত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। ঠিক কী ঘটেছে?

Advertisement

ইতিমধ্যে পুলিশ নিশ্চিত করেছে, এআই ব্যবহার করেই ট্রাম্পের ভিডিওটি বানানো হয়েছিল। যেখানে ট্রাম্প তাঁর মালিকানাধীন হোটেলগুলিতে টাকা বিনিয়োগের আহ্বান জানাতেন সাধারণ জনতাকে। ওই টাকা দ্বিগুণ হবে বলেও প্রলোভন দেখানো হয়। প্রতারণার ছক অনুযায়ী–শুরুতে দেড় হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৩০ টাকা করে ফেরত দেওয়া হচ্ছিল। অনেকে বিনিয়োগের বেশি টাকা উপার্জনও করেন। যদিও সবটাই ছিল ফাঁদ। অতিরিক্ত আয় হচ্ছে দেখে অনেকে মোটা টাকা বিনিয়োগ করতে শুরু করেন। অভিযোগ, সেই টাকা ফেরত পাননি কেউ।

পেশায় আইনজীবী ৩৮ বছরের এক যুবক জানান, প্রথমবার ইউটিউবের একটি শর্টে তিনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের হোটেলে বিনিয়োগের সুযোগ রয়েছে। ওই ভিডিওর লিঙ্ক থেকে একটি অ্যাপ ডাউনলোড করেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড-সহ ফর্ম পূরণ করেছিলেন। চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিলের মধ্যে তিনি প্রায় ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন। সব মিলিয়ে এমন ২০০ জন বিনিয়োগকারীর ২ কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ