সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন চিকিৎসকের কাছে যৌন হেনস্তার শিকার হতেন দিল্লি এইমসের নার্সরা। যৌন নির্যাতনের পাশাপাশি অকথ্য গালিগালাজ, চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাতেন এইমসের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান ডাঃ এ কে বিষয়ী। শেষ পর্যন্ত নার্স ইউনিয়নের অভিযোগের চিঠি পৌঁছল প্রধানমন্ত্রীর অফিসে। এরপর সেই অভিযোগের ভিত্তিতেই দিল্লির এইমস হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত সার্জনকে সাসপেন্ড করল।
জানা যাচ্ছে, অতীতেও একাধিকবার ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এইমসের নার্সদের সংগঠন। তবে কোনও পদক্ষেপ করা হয়নি। সম্ভবত এবার পিএমও-তে অভিযোগ পৌঁছতেই হাসপাতাল কর্তৃপক্ষক অভিযুক্তকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে। বিষয়ীকে সরিয়ে হৃদরোগের চিকিৎসার ওই বিভাগের প্রধান হিসাবে ডাঃ ভি দেগৌররৌকে দায়িত্ব দিয়েছেন এইমসের ডিরেক্টর ডাঃ এম শ্রীনিবাস। পিএমও ও এইমসের ডিরেক্টরকে লেখা চিঠিতে ইউনিয়নের অভিযোগ, মহিলা নার্সদের প্রকাশ্যে অসম্মান করতেন ডা. বিষয়ী। নোংরা ভাষায় আক্রমণ করতেন, অপেশাদার আচরণ করতেন। কর্মস্থলে দমবন্ধ করা পরিবেশ তৈরি করে রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, কর্মস্থলে লিঙ্গ বৈষম্যেরও অভিযোগ আনা হয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।
উল্লেখ্য, ছ’বছর আগে ২০১৯ সালে এইমস-এরই এক নার্স ডাঃ বিষয়ীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে একাধিকবার নালিশ করা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.