Advertisement
Advertisement
AIMIM

‘বিজেপির বি টিম’ তকমা সরাতে মরিয়া! ইন্ডিয়া জোটে শামিল হওয়ার আর্জি ওয়েইসির AIMIM-এর

AIMIM-কে মহাজোটে শামিল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে আরজেডি।

AIMIM keen to contest Bihar assembly elections with 'INDIA' bloc
Published by: Subhajit Mandal
  • Posted:June 4, 2025 5:28 pm
  • Updated:June 29, 2025 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে চমকপ্রদ মোড়। এই প্রথমবার সরাসরি ইন্ডিয়া জোটে শামিল হওয়ার আর্জি জানাল আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ব্যানারে লড়াই করার ইচ্ছাপ্রকাশ করলে ওয়েইসির দল। সূত্রের দাবি, AIMIM-কে মহাজোটে শামিল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে আরজেডি।

২০২০ বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে AIMIM। সীমাঞ্চল এলাকায় ৫টি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েইসির দল। একাধিক আসনে তাঁদের প্রাপ্ত ভোটই হারজিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে AIMIM-এর পাঁচ বিধায়কের চারজনই আরজেডিতে যোগ দেন। একমাত্র অবশিষ্ট বিধায়ক আখতারুল ইমানই এখন মিমের রাজ্য সভাপতি। তিনি প্রকাশ্যেই বলছেন, “আমরা আরজেডির সঙ্গে যোগাযোগ করেছি। বিহার বিধানসভায় একসঙ্গে লড়তে আমরা আগ্রহী।”

AIMIM রাজ্য সভাপতির বক্তব্য, কয়েকজন বিধায়কের মাধ্যমে আমরা তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জোটের প্রস্তাব এখনও খারিজ করে দেননি। তাঁর বক্তব্য, কোনও একটা দলের পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাই সকলকে একজোট হতে হবে। মহাজোটের শরিকদের উপর চাপ বাড়াতে AIMIM রাজ্য সভাপতির বক্তব্য, সেটা না হলে ভোট কাটাকাটির পরিস্থিতিতে বিজেপিই যে ফায়দা পাবে, সেটার দায় নিতে হবে আরজেডি-কংগ্রেসকে। 

সূত্রের দাবি, এআইএমআইএমকে ইন্ডিয়া জোটে নিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে সুবিধা হবে সেটা মানেন তেজস্বী যাদবও। কংগ্রেসও ওয়েইসির দলকে জোটে নিতে মোটামুটি রাজি। সমস্যা হল বাম দলগুলিকে নিয়ে। তারা আদর্শগত জায়গা থেকে কোনওভাবেই AIMIM-কে জোটে নিতে নারাজ। তাছাড়া আসন সমঝোতার ক্ষেত্রেও সমস্যার জায়গা আছে। AIMIM সীমাঞ্চলে মুসলিম অধ্যুষিত ২৪ আসনে লড়তে চায়, সেখানে আরজেডি ৮-৯টির বেশি আসন ছাড়তে নারাজ। আবার যে আসনগুলিতে AIMIM লড়তে চাইছে, সেগুলি কংগ্রেসের আসন। তবে মতাদর্শগত সমস্যা মিটে গেলে আসন সমঝোতাটা সমস্যার কারণ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement