Advertisement
Advertisement

Breaking News

Air India

‘বোমা মেরে উড়িয়ে দেব’, হুমকির জেরে রিয়াধে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

রিয়াধ থেকে যাত্রীদের দিল্লিতে আনার জন্য বিকল্প ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া।

Air India Birmingham to Delhi flight gets bomb threat

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 22, 2025 5:22 pm
  • Updated:June 22, 2025 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ায় বিমানের। ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে দিল্লি আসার পথে বোমাতঙ্কের জেরে সৌদি আরবের রিয়াধে জরুরি অবতরণ করল এআই-১১৪। শনিবার এই ঘটনা ঘটলেও রবিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ্যে এনেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত ২১ জুলাই নির্ধারিত সময়ে ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ১১৪ বিমানটি। এরপরই হুমকি মেল আসে এয়ার ইন্ডিয়ার কাছে। দাবি করা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিমানটি। হুমকি মেলের জেরে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। নিকটবর্তী রিয়াধ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। তবে দীর্ঘ তল্লাশির পরও বিমান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রিয়াধ থেকে যাত্রীদের দিল্লিতে আনার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমস্ত যাত্রীদের থাকার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রীতিমতো হাই অ্যালার্টে রয়েছে এয়ার ইন্ডিয়া। এদিকে মধ্য এশিয়ার আকাশসীমায় সীমাবদ্ধতার জেরে সমস্যায় পড়েছে পরিষেবা। বাতিল হয়েছে বহু বিমান। দিন তিনেক আগেও একই রকম হুমকি পেয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। সেবার জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়। এবার ব্রিটেন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছড়াল বোমাতঙ্ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement