সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার নিউইয়র্ক থেকে মুম্বই আসা এয়ার ইন্ডিয়ার বিমানে সোনা পাচার! এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বিমানেরই দুই ক্রু মেম্বারকে গ্রেপ্তার করল ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। গত ১৩ জুন অর্থাৎ শুক্রবার দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। এদিকে যে মেডিক্যাল কলেজের হস্টেলে গিয়ে বিমানটি ধাক্কা দিয়েছিল সেখানকার কয়েকজন হবু চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় কয়েকজনেরও মৃত্যু হয় এই দুর্ঘটনা ফলে। এদিকে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। একাধিক কারণের মধ্যে, নাশকতার আশঙ্কাও করছেন অনেকে। এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল বিমানেরই ক্রু মেম্বারদের।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সোনার বিস্কুট রাখা একটি ব্যাগ লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দু’জন ক্রু মেন্বারকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে অস্বীকার করলেও, পরে তাঁরা জানিয়েদেয় ব্যাগটি কোথায় রাখা রয়েছে। এরপরই সোনার বিস্কুটগুলি উদ্ধার করার পাশাপাশি দু’জনকেই গ্রেপ্তার করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.