ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার বিমানে। কোচি বিমানবন্দরে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বিমানে ছিলেন এর্নাকুলামের কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি ম্যাথার। সামাজিক মাধ্যমে এই নিয়ে পোস্ট করেছেন হিবি। রাত ১০টা ৪০ মিনিটে কোচি থেকে দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৫০৪-এর। কিন্তু উড়ানের ঠিক আগে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। বিমানকর্মীরা উড়ান স্থগিত করার সিদ্ধান্ত নেন। এরপরেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়। সেখানে বিমানটির ত্রুটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
এর্নাকুলামের সাংসদ হিবি এডেন ফেসবুকে লিখেছেন, “এই বিমানে কোনও সমস্যা রয়েছে। মনে হল বিমানটি রানওয়েতে পিছলে গিয়েছে। এখনও উড়ান শুরু হয়নি।” পরবর্তীকালে উড়ানটি বাতিল হয়। রাত ১টায় অন্য বিমানে উড়ানের ব্যবস্থা। রাজ্যসভার সাংসদ জেবি ম্যাথাসও ওই বিমানে ছিলেন। তিনি জানিয়েছেন, বিমানের পাইলট ঘোষণা করেছেন যে সেটি আর উড়বে না, যাত্রীদের নতুন বিমানে পাঠানো হবে।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনভিপ্রেত’ ঘটনায় তারা ‘দুঃখিত’। বিমানকর্মীরা উড়ান বাতিল করেছেন। নিয়ম মেনে বিমানটিকে ফিরিয়ে এনে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। সাংসদদের বক্তব্যকে মেনে নিয়ে বিমান সংস্থার মুখপাত্র বলেন, সকল যাত্রীদের অন্য বিমানে স্থানান্তরিত করা হয়েছে। কোচি বিমানবন্দর কর্তৃপক্ষও একই কথা জানিয়েছে।
এছাড়াও এয়ার ইন্ডিয়ার আরও তিনটি বিমান বাতিল হয়েছে। কোচি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই৬২৪ এবং মিলান থেকে দিল্লিগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। প্রযুক্তিগত ত্রুটি পরীক্ষার পরে ড্রিমলাইনারের উড়ান বাতিল করা হয়। অন্যদিকে ১৬ আগস্ট মিলান থেকে দিল্লিগামী এআই১৩৮ বিমানটিও বাতিল করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.