Advertisement
Advertisement
Air India Plane

ফের বিভ্রাট! আহমেদাবাদ থেকে উড়ানের আগেই বাতিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান, যান্ত্রিক ত্রুটি?

গত বৃহস্পতিবার একই রুটে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান।

Air India flight from Ahmedabad to London cancelled due to snag

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 17, 2025 1:04 pm
  • Updated:June 17, 2025 3:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার হচ্ছেটা কী? মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Plane)। যার ফলে বাতিল করে দেওয়া হয়েছে বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের রিফান্ড দেওয়া হবে। তবে পর পর এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বোয়িং এআই ১৭১ ড্রিমলাইনার দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জন যাত্রীর। বরাত জোরে প্রাণে বেঁচে যান একজন যাত্রী। এই ঘটনার পর এআই ১৭১ বিমানে নাম বদল করে এআই ১৫৯ রাখা হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে আহমেদাবাদ থেকে লন্ডনগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবারই যাত্রী নিয়ে দুপুর ১টা ১০ নাগাদ বিলেত যাওয়ার কথা ছিল বিমানটির। এরই মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করে দেওয়া হল বিমানটি।

সোমবার মাঝরাতে সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানের (Air India Plane)। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা যায় টেক অফের সময়। বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরিক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরই বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০এলআর টুইন ইঞ্জিন জেট বিমানটি।

রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানে। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখপ্রকাশ করা হয়।

প্রসঙ্গত, আহমেদাবাদ দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যার জেরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। আহমেদাবাদে দুর্ঘটনার পর থেকেই বিমানযাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ