Advertisement
Advertisement
Air India

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় নামানো হল মুম্বইগামী উড়ানের যাত্রীদের

সোমবার রাত ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি।

Air India flight from San Francisco to Mumbai suffers technical glitch

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 17, 2025 8:59 am
  • Updated:June 17, 2025 1:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! সোমবার মাঝরাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকল সান ফ্রান্সিসকো থেকে থেকে মুম্বইগামী বিমান।কলকাতা হয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

Advertisement

সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা যায় টেক অফের সময়। বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরিক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরেই বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০এলআর টুইন ইঞ্জিন জেট বিমানটি।

রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানে। পাইলট কোনওরকম ঝুঁকি নিতে চাননি। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখপ্রকাশ করা হয়।এরই মধ্যে ফের টেক অফের সময় যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে।

প্রসঙ্গত, আহমেদাবাদ দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যার জেরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। আহমেদাবাদে দুর্ঘটনার পর থেকেই বিমানযাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ