Advertisement
Advertisement
Air India

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হানা, বন্ধ আকাশপথ! মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত এয়ার ইন্ডিয়ার, বাতিল বহু বিমান

ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের তীব্র প্রভাব আকাশপথে।

Air India halts service to Middle East as Iran-Israel tension rises
Published by: Paramita Paul
  • Posted:June 24, 2025 1:07 am
  • Updated:June 24, 2025 1:07 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বলছে মধ্যপ্রাচ্য! এক দেশ থেকে অন্য দেশের আকাশসীমায় হানা দিচ্ছে ক্ষেপণাস্ত্র। তাকে ধ্বংস করতে পালটা অস্ত্র ছুড়তে হচ্ছে। বন্ধ হয়েছে আকাশপথ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী উড়ান বাতিল করল একাধিক বিমানসংস্থাগুলি। কিছু বিমানকে মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর। কোথাও আবার রুট বজল করা হচ্ছে। সবমিলিয়ে ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের তীব্র প্রভাব পড়ল আকাশপথে।

Advertisement

ইরানের মিসাইল হানার পরই সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারের আকাশপথ বন্ধ করা হয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করেছে ইরাক। যার প্রভাব পড়েছে দুবাই, দোহা, আবু ধাবি, শারজাহর মতো বিমানবন্দরগুলিতে। ভারতের বিভিন্ন বিমানবন্দর থেকে রওনা দেওয়া একাধিক বিমানকে ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে লখনউ-দামমাম, মুম্বই-কুয়েত এবং অমৃতসর-দুবাই রুটের উড়ান।

মধ্যপ্রাচ্য বিমান চলাচল স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। তাদের বিবৃতি জানানো হয়েছে,’মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বিমান চলাচল আপাতত স্থগিত করা হল। উত্তর আমেরিকার পূর্ব সৈকত এবং ইউরোপগামী বিমান পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হল। উত্তর আমেরিকা থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়া বিমানগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু বিমান অন্য রুট দিয়ে ভারতে আনার প্রক্রিয়া চলছে।’

 

 

ইন্ডিগো, আকাশা-র মতো উড়ান সংস্থাগুলিও একইপথে হাঁটছে। পরিষেবা সম্পূর্ণ বন্ধ করেছে কাতার এয়ারওয়েজ। অন্যান্য বিমান সংস্থাগুলিও একই পথে হাঁটতে শুরু করেছে। সবমিলিয়ে ইরান-ইজরায়েল দ্বন্দ্বের মারাত্মক প্রভাব পড়ছে উড়ান পরিষেবায়। সমস্যায় পড়ছেন হাজার-হাজার যাত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ