সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে এক বিমানকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। এমনকী এয়ার ইন্ডিয়ার ওই কর্মীকে ২৫ বার জুতো পেটা করার কথাও জানিয়েছিলেন তিনি। এই ঘটনার পরেই গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় বিমানসংস্থাগুলি। শুধু তাই নয়, একাধিকবার তাঁর টিকিট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মত সংস্থাগুলি। দেশ জুড়ে বয়ে যায় নিন্দার ঝড়। তবু নিজের অভব্য আচরণের জন্য বিন্দুমাত্রও লজ্জিত বোধ করেননি শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। উল্টে সংসদে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। তবে শেষমেশ মতবদল করেন সাংসদ। অবস্থান পাল্টে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে ক্ষমা চেয়ে একটি পাঠান চিঠি। এরপরই সুর নরম করল এয়ার ইন্ডিয়া। শেষপর্যন্ত শুক্রবার শিবসেনা সাংসদের ওপর থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। এরপর অন্যান্য বিমানসংস্থাও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে শিব সেনা সাংসদের উপর থেকে।
Air India lifts ban on Shiv Sena MP Ravindra Gaikwad
Advertisement— ANI (@ANI_news)
In view of apology tendered by Mr. Gaikwad & undertaking of good conduct given by him, AI & other airlines advised (by MoCA) to lift ban: AI
— ANI (@ANI_news)
এর আগে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতোপেটা করার ঘটনায় অভিযুক্ত গায়কোয়াড় লোকসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমানসংস্থার কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবং তারপর ঘটা ঘটনার জন্য দায়ী স্বয়ং ওই কর্মী। গায়কোয়াড় আরও বলেছিলেন, তাঁর কাজের জন্য সংসদের ভাবমূ্র্তিতে আঘাত লাগলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে কিছুতেই এয়ার ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইবেন না বলেও আগে সাফ জানিয়েছিলেন গায়কোয়াড়।
ওই ঘটনার প্রেক্ষিতেই শিব সেনা নেতা সঞ্জয় রাওয়াত মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, শিব সেনা রবীন্দ্র গায়কোয়াড়ের আচরণ সমর্থন করে না৷ তবে প্রয়োজনে দলের নেতারা ‘হাত তুলবেন’৷ পুণে থেকে দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে একটি বিজনেস ক্লাস টিকিট বুক করেছিলেন রবীন্দ্র। কিন্তু পরে তাঁকে জানানো হয়, কিছু সমস্যার জন্য তাঁকে ইকোনমি ক্লাসে আসন দেওয়া হচ্ছে। তাতেই বেজায় চটে গিয়েছিলেন সাংসদ। দিল্লি পৌঁছনোর পরও তিনি বিমান থেকে নামতে অস্বীকার করেন। অভিযোগ, বিমানের মধ্যেই গোলমাল করতে শুরু করেন তিনি। হই-হট্টগোলের মধ্যে এক বিমানকর্মী তাঁকে নামতে বললে, ২৫ বার নিজের চপ্পল দিয়ে পেটান বলে জানিয়েছিলেন সাংসদ নিজেই। তাঁর সাফাই, ‘ওই আধিকারিক অভব্যতা করেছিল বলে তাঁকে মেরেছি। ২৫ বার চপ্পল দিয়ে মেরেছি। আমি শিব সেনার সাংসদ, বিজেপির নই যে অভদ্রতা সহ্য করব।’ অন্যদিকে, আহত বিমানকর্মীর অভিযোগ ছিল, সাংসদ তাঁকে সবার সামনে হেনস্তা করেছেন। চপ্পল দিয়ে মেরেছেন, এমনকী তাঁর চশমাও ভেঙে দিয়েছেন।
এদিকে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নতুন নিয়ম আনতে চলেছে ডিজিসিএ। ইতিমধ্যে সেই সংক্রান্ত একটি খসড়াও তৈরি করা হয়েছে। ‘ন্যাশনাল নো ফ্লাই লিস্ট’ নামে ওই তালিকায় যাদের নাম থাকবে, তারা কোনও সংস্থার বিমানেই উঠতে পারবে না বলে খবর।
To deal with unruly passengers in effective manner in future,amendment to CAR(Civil Aviation Requirements) is being drafted by DGCA: AI(1/2)
— ANI (@ANI_news)
In a letter dated April 6 addressed to Civil Aviation minister, he(Gaikwad) has conveyed his regrets for the unfortunate incident: Air India
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.