Advertisement
Advertisement
Air India

বিতর্কে বিদ্ধ হতেই পদক্ষেপ, আহমেদাবাদ দুর্ঘটনায় মৃত ১৪৭ পরিবারকে আর্থিক সাহায্য এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আর্থিক সাহায্য নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল।

Air India paid interim compensation to families of 166 Ahmedabad crash victims
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2025 10:37 am
  • Updated:July 27, 2025 10:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সাহায্য দিতে গড়িমসি! ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে সংবেদনশীল তথ্য চাওয়া! আহমেদাবাদ দুর্ঘটনার আর্থিক সাহায্য দেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। সেসব অভিযোগের মধ্যেই ১৪৭ জন মৃতের পরিবারকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সাহায্য স্বরূপ ২৫ লক্ষ টাকা দিল উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়া জানিয়েছ, আরও ৫২টি পরিবারের নথি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ওই পরিবারগুলিও ২৫ লক্ষ টাকা করে সাহায্য পাবে।

Advertisement

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন! আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। অবশ্য সেটা এয়ার ইন্ডিয়ার ‘মহানুভবতা’ নয়। বরং বাধ্যবাধকতা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য। উড়ান সংস্থাগুলি।

কিন্তু অভিযোগ উঠছিল, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল। ইতিমধ্যেই বহু বিদেশি যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসবের মধ্যে শুক্রবার উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ১৪৭ জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও ৫২টি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে।

যে সব পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, তাদের মধ্যে বিমানের যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাস্থলে মৃতদের পরিবারও রয়েছে। প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পরে চূড়ান্ত পর্যায়ে টাকা দেওয়ার সময় হিসাব থেকে এই ২৫ লক্ষ টাকা বাদ পড়বে। এছাড়াও মৃতদের পরিবারের ভবিষ্যতে সাহায্যের জন্য টাটা গোষ্ঠী একটি ট্রাস্ট তৈরি করেছে। আহমেদাবাদে যে কলেজে বিমানটি ভেঙে পড়েছিল, সেই কলেজের মেরামতির দায়িত্বও এয়ার ইন্ডিয়ার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ