সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায়। এবার মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া বিমানে দুই যাত্রীর মধ্যে তুমুল ঝগড়া ও হেনস্থার অভিযোগ। বিমান অবতরণের ঠিক আগে সিট বেল্ট খুলে ঝগড়া শুরু করেন দুই যাত্রী। যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বিমান অবতরণের পর এই ঘটনায় অভিযুক্ত দুই যাত্রীকে দিল্লিতে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার এই ঘটনা ঘটে অমৃতসর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ায় এআই-৪৫৪ বিমানে। দিল্লি বিমান বন্দরে অবতরণের ঠিক আগে একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করেন দুই যাত্রী। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। নিজের আসন ছেড়ে বেরিয়ে এসে একে অপরকে হেনস্থা করেন তাঁরা। অবতরণের মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে বসে থাকার নিয়ম। অন্যথায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সেই সময়ে এই ঘটনা স্বাভাবিক ভাবেই সমস্যা তৈরি করে। অবস্থা সামাল দিতে কেবিন ক্রুরা ঘটনাস্থলে আসেন এবং একজন যাত্রীকে বিজনেস ক্লাসে নিয়ে গিয়ে বসান।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনার কথা জানানো হয় পাইলটের তরফে। ফলে বিমান অবতরণের পর আটক করা হয় দুই যাত্রীকে। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘এই ধরনের আচরণের বিরুদ্ধে আমার বরাবর জিরো টলারেন্স নীতি নিয়েছি। আমরা সর্বদা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাকে প্রাধান্য দিই।’
অন্যদিকে, গত শুক্রবার মুম্বই থেকে চেন্নাইগামী একটি বিমানে বিপত্তির খবর প্রকাশ্যে এসেছে। অভিযোগ আকাশে ওড়ার পরই বিমানের কেবিন থেকে পোড়া গন্ধ পান যাত্রীরা। যার জেরে চেন্নাই যাওয়ার বদলে বিমানটিকে আবার মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.