সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)। সূত্রের খবর, সেই যাত্রীবাহী বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)। জানা যাচ্ছে, যাত্রীদের তালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর।
আহমেদাবাদে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানট(Air India Plane Crash)। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ এবং একজন কানাডার নাগরিক। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের দ্রুত আহমেদাবাদে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই বিমানেই লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন বিজয় রূপানি। মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে খবর।
“Air India confirms that flight AI171, from Ahmedabad to London Gatwick, was involved in an accident today after take-off. The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are…
— Press Trust of India (@PTI_News)
এও জানা গিয়েছে, বিমানবন্দরের জোন ওয়ান থেকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ওঠেন। তাঁর সিট নম্বর ২ডি। সামনে এসেছে তাঁর টিকিটের বুকিং নম্বরও (6FK2M2)।
প্রসঙ্গত, ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২২ নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি। যদিও রূপানি এদিন বিমানে ছিলেন কিনা, এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.