Advertisement
Advertisement
Air India

গদ্দার তুরস্ক! পাক-বন্ধুর সংস্থার সঙ্গে চুক্তি বাতিল এয়ার ইন্ডিয়ার

ভারত-পাকিস্তান সংঘাতের পরিবেশে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি।

Air India to move jet maintenance work from Turkey firm amid diplomatic tensions
Published by: Subhodeep Mullick
  • Posted:June 2, 2025 12:58 pm
  • Updated:June 2, 2025 12:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর ‘বন্ধু’ মানে সে-ও কমবেশি শত্রু। তারও ক্ষমা নেই! অপারেশন সিঁদুর আবহে এই নীতিতেই বিশ্বাসী ভারত। তাই পাক বন্ধু তুরস্ককে আর বরদাস্ত নয়। ‘টার্কিশ টেকনিক’ নামে তুরস্কের যে সংস্থা থেকে এতদিন পরিষেবা গ্রহণ করত এয়ার ইন্ডিয়া, তা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের ওয়াইড-বডি বিমানগুলি, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ‘টার্কিশ টেকনিক’, সেই সংস্থাটির সঙ্গে সব চুক্তি বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উইলসন বলেন, “আমাদের চারপাশে পরিস্থিতির পরিবর্তন হলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। কিন্তু সবার আগে দেশ। তাই দেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।” প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ওয়াইড-বডি বিমান যেমন বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭-এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ‘টার্কিশ টেকনিক’। 

সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের পরিবেশে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের প্রাণ যাওয়ার পরও সন্ত্রাসে ‘মদতদাতা’ ইসলামাবাদকেই সমর্থন করে গিয়েছে আঙ্কারা। তাই তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত মোদি সরকার। দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল, তাও অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো চলতি মাসেই সেই চুক্তির মেয়াদ শেষের কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ