Advertisement
Advertisement
Shloka Mehta

ফের মা হতে চলেছেন শ্লোকা মেহতা, বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ আম্বানি-বধূর

শ্লোকার একাধিক ছবি আপলোড করেছেন মেকআপ শিল্পী পুণীত বি সাহানি।

Akash Ambani and Shloka Mehta are expecting their second child | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 2, 2023 4:50 pm
  • Updated:April 2, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন আম্বানি পরিবারের বধূ শ্লোকা মেহতা (Shloka Mehta)। নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনেই জানা গেল এই খবর। অন্তঃসত্ত্বা শ্লোকার ছবি শেয়ার করলেন তাঁর মেকআপ আর্টিস্ট।

Advertisement

Shloka-Mehta-1

দু’দিন ধরে হয়েছে নীতা আম্বানির ড্রিম প্রজেক্ট তথা সাংস্কৃতিক কেন্দ্র NMACC-র উদ্বোধনী অনুষ্ঠান। আর তাতেই যেন চাঁদের হাট বসেছিল। বলিউডের এমন কোনও প্রথমসারির তারকা বোধহয় নেই যিনি নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র NMACC-র উদ্বোধনে নিমন্ত্রিত ছিলেন না। শাহরুখ খান, সলমন খান, আমির খানের পাশাপাশি রণবীর সিং, হৃতিক রোশন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল মাধুরী দীক্ষিত, সকলেই হাজির হয়েছিলেন সেজেগুজে। ছিলেন টম হল্যান্ড, জিজি হাদিদ, জেন্ডায়ার মতো আন্তর্জাতিক তারকা।

[আরও পড়ুন: ২ লক্ষ টাকার দাবি না মেটানোয় গোরক্ষকদের হাতে ‘খুন’ মুসলিম ব্যবসায়ী, প্রতিবাদে উত্তাল কর্ণাটক]

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ইন্দো-ওয়েস্টার্ন লেহেঙ্গায় সেজেছিলেন শ্লোকা মেহতা। ‘হবু মা’য়ের সেই ছবি পোস্ট করেন তাঁর মেকআপ শিল্পী পুণীত বি সাহানি। শ্লোকার একাধিক ছবি আপলোড করেছেন পুণীত। প্রত্যেক ছবিতে শ্লোকা সুন্দরভাবে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

২০১৯ সালে মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশের সঙ্গে শ্লোকার বিয়ে হয়। ছোটবেলা থেকেই নাকি দু’জনের বন্ধুত্ব। মুম্বইতে একসঙ্গে পড়াশোনা করেছেন। বন্ধুত্ব অল্প সময়েই প্রেমে পরিণত হয়। ধুমধাম করে হয় আকাশ-শ্লোকার বিয়ে। বছর দু’য়েক আগে ছেলে পৃথ্বীর জন্ম দেন শ্লোকা। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি।

[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement