Advertisement
Advertisement
Rajasthan Governor

ইতিহাস ভুল, যোধাবাঈকে বিয়েই করেননি আকবর! দাবি রাজস্থানের রাজ্যপালের

আমাদের দেশনায়কদের ইতিহাস বদলে দিয়েছে ব্রিটিশরা, দাবি প্রাক্তন বিজেপি নেতার।

Akbar-Amer princess marriage a lie, Says Rajasthan Governor
Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2025 12:30 pm
  • Updated:May 30, 2025 12:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে মিথ্যে লেখা। মোগল সম্রাট আকবর কোনওদিনই রাজপুত রাজকন্যা যোধাবাঈকে বিয়েই করেননি। এমনটাই দাবি করলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগাড়ে। তাঁর বক্তব্যে উসকে গিয়েছে পুরনো বিতর্ক।

Advertisement

ভারতের ইতিহাসে হিন্দু রাজা বা রাজপরিবারদের খাটো করে দেখানো হয়। গৌরবান্বিত করে দেখানো হয় মোগলদের। এই অভিযোগ নতুন নয়। রাজস্থানের রাজ্যপালও ফের একই দাবি করলেন। হরিভাও বাগাড়ে বললেন, “আমাদের দেশনায়কদের ইতিহাস বদলে দিয়েছিল ব্রিটিশরা। তাঁদের লেখা ইতিহাস গ্রহণযোগ্য নয়।” স্বাধীনতার পরে প্রাথমিকভাবে যে ইতিহাসবিদরা ইতিহাস লেখেন তাঁরাও ব্রিটিশদের প্রভামুক্ত নন বলে দাবি তাঁর। বাগাড়ে বলছেন, এই ইতিহাস কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজস্থানের রাজ্যপালের দাবি, “শোনা যায়, আকবর নাকি যোধাবাঈকে বিয়ে করেছিলেন। এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমাও হয়েছে। ইতিহাস বইয়েও একই কথা বলা হয়। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আকবরনামাতেই এর কোনও উল্লেখ নেই।” হরিভাও বাগাড়ের দাবি, আকবর আসলে অম্বরের রাজা ভারমলের কন্যাকে বিয়ে করেছিলেন। বস্তুত মোগল আমলে জয়পুরের পাশেই এই অম্বর রাজ্য প্রতিষ্ঠিত ছিল। রাজপুত রাজারা ওই রাজ্য শাসন করত। যোধাবাঈয়ের সঙ্গে আকবরের বিয়েকে অনেকেই হিন্দু রাজপুত রাজাদের জন্য লজ্জাজনক হিসাবে দেখেন। প্রাক্তন ওই বিজেপি নেতার দাবি, আমাদের দেশনায়কদের ইতিহাস বদলে দিয়েছে ব্রিটিশরা। মহারানা প্রতাপের সঙ্গেও আকবরের কোনও সন্ধিচুক্তি হয়নি বলে দাবি বাগাড়ের।

এরপরই তিনি দাবি করেন, ওই ইতিহাস আবার লেখা হবে। জাতীয় শিক্ষানীতিতে দেশের সভ্যতা এবং সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে প্রস্তুত করা হবে। ছত্রপতি শিবাজি মহারাজ এবং মহারানা প্রতাপকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে বর্ণনা করেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ