Advertisement
Advertisement
Maharashtra

চকলেট কেনার টাকা চেয়ে ঘ্যানঘ্যান করছে! রাগে ৪ বছরের শিশুকন্যাকে ‘খুন’ মদ্যপ বাবার

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Alcohol Addict Man Kills Daughter For Demanding Money To Buy Chocolate in Maharashtra

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 30, 2025 2:35 pm
  • Updated:June 30, 2025 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চকলেট কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চাওয়ায় ‘অপরাধ’। চার বছরের মেয়েকে খুন করলেন বাবা! রবিবার মহারাষ্ট্রের লাতুর জেলায় এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত বালাজি রাঠোর মদের নেশায় আসক্ত। পুলিশ জানিয়েছে, নেশা করে প্রায়দিনই বাড়িতে ঝামেলা করতেন বালাজি। এই কারনেই তাঁর স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। এদিকে রবিবার দুপুরে বাবার কাছে এসে চকলেট কেনার জন্য টাকা চেয়েছিল চার বছরের আরুশি। আর এতেই রেগে যান বালাজি। শ্বাসরোধ করে খুন করেন মেয়েকে।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বামীর কঠোর শাস্তি চেয়েছেন বর্ষা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারন সম্পর্কে স্বচ্ছ ধারনা পাওয়া যাবে।

অন্য একটি ঘটনায় রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে বাইরে খেলতে যাওয়ার অপরাধে ছেলে খুন করার অভিযোগ উঠল বাবর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির সাগরপুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাবার কড়া শাস্তির দাবি তুলেছেন মৃতের দিদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement