Advertisement
Advertisement
Uttar Pradesh

সর্বনাশা নেশা! উত্তরপ্রদেশে এক বছরের ছেলেকে কুপিয়ে খুনে অভিযুক্ত মদ্যপ বাবা

সন্তান খুনে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন স্ত্রী।

Alcoholic Father Stabs 1-Year-Old Son To Death In Uttar Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:October 5, 2025 5:36 pm
  • Updated:October 5, 2025 5:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় নিজের এক বছর বয়সি সন্তানকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। শনিবার রাতে উত্তরপ্রদেশের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাইরিয়া এলাকার সুরেমানপুর গ্রামে ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। অভিযুক্ত ব্যক্তির নাম রূপেশ তিওয়ারি। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। ধারাল অস্ত্র দিয়ে নিজের খুদে সন্তান কিনুকে কোপান তিনি। রক্তাক্ত শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও তাকে বাঁচানো যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকর্তা মহম্মদ ফাহিম কুরেশি জানান, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রুপেশকে। তাঁর স্ত্রীর নাম রিনা। তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় তাঁকে এবং তিন বছরের মেয়েকে মারধর করতেন স্বামী। এমনকী নিজের বাবা কমলেশ তিওয়ারিকে হেনস্তা করতেন বলে অভিযোগ। আগের দিন অত্যাচারের চোটে বাড়িছাড়া হন রিনা। রবিবার ঘরে ফিরে দেখেন, এক বছরের সন্তানকে কুপিয়েছে রুপেশ। এরপরই থানায় অভিযোগ করেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ