সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটে আসছে লোকাল ট্রেন। কিন্তু খেয়াল নেই মহিলার। আপন মনেই হেঁটে চলেছেন। আশপাশের লোকজনের চিৎকারে যখন খেয়াল হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সামনে চলে এসেছে ট্রেন। তবু প্ল্যাটফর্মে ওঠার শেষ চেষ্টা করে যাচ্ছিলেন ওই মহিলা। শেষপর্যন্ত অবশ্য ট্রেন চালকের তৎপরতায় বেঁচে যান। ব্রেক কষে যখন চালক ট্রেনটি থামান, তখন মহিলার সঙ্গে এক চুলের পার্থক্য আর তিনি তখনও প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরপরে অবশ্য দুই ব্যক্তি ওই মহিলাকে টেনে তোলেন।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চারনি রোড স্টেশনে। ওই সময় উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একজন পুরো ঘটনাটির ভিডিও তোলেন। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এরপরেই ভিডিওটি ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল সাইটগুলিতে ভাইরাল হয়ে যায়। অনেকেই সেখানে ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেন। কেউ কেউ আবার যিনি ভিডিওটি করেছেন তাঁর সমালোচনাও করেন। কেউ আবার দাবি করেন, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.