সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা রোখার যুদ্ধে শামিল বিজেপি(BJP)। দলের প্রত্যেক সাংসদ নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে অনুদান হিসেবে দেবেন। এবং সেই সঙ্গে দলের সব সাংসদ-বিধায়ক নিজেদের এক মাসের বেতনও দান করবেন করোনার ত্রাণ তহবিলে। শনিবার একথা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
All MPs of BJP will release Rs. 1 crore from their MPLADS (Members of Parliament Local Area Development Scheme) fund to the Central Relief Fund in support to fight against : Jagat Prakash Nadda, BJP national president .
Advertisement— ANI (@ANI)
করোনা মহামারি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে শুরু থেকেই দলীয় স্তরে সতর্ক বিজেপি। ইতিমধ্যেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। প্রতিদিন অন্তত ৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ারও পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দলের সাংসদ বিধায়কদের অনেকেই এগিয়ে এসেছেন ব্যক্তিগত স্তরে। তবে দলগত স্তরে সাংসদ-বিধায়কদের অনুদান দেওয়ার নির্দেশ এই প্রথম।
All MPs & MLAs of Bhartiya Janta Party will donate their one month remuneration /salary to the Central Relief Fund to support the fight against : JP Nadda, BJP national president
— ANI (@ANI)
শনিবার বিজেপির জানান, দলের প্রত্যেক সাংসদ নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা করে করোনা রুখতে ব্যয় করবেন। সেই সঙ্গে দলের প্রত্যেক সাংসদ এবং বিধায়ক নিজেদের এক মাসের বেতন দান করবেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে। এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপির সাংসদ সংখ্যা ৩৮৬ জন। গোটা দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট বিধায়ক সংখ্যা ১৩০০-র কিছু বেশি।অর্থাৎ সব মিলিয়ে গেরুয়া শিবির করোনা ত্রাণ তহবিলে মোটা অংকের অর্থই দান করতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.