Advertisement
Advertisement
Allahabad HC

জিমে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুরুষরা! উদ্বেগ প্রকাশ এলাহাবাদ হাই কোর্টের

এক শুনানিতে পর্যবেক্ষণ আদালতের।

Allahabad HC raises concern over male gym trainers imparting training to women
Published by: Subhankar Patra
  • Posted:September 2, 2025 5:21 pm
  • Updated:September 2, 2025 5:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিমগুলিতে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুরুষ প্রশিক্ষকরা! পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এই রকম কাজ চলছে। যার ফলে তরুণী-যুবতীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

সম্প্রতি, মিরাটের এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তাঁর মহিলা ক্লাইন্টকে জাতিবিদ্বেষী কটূক্তি করার অভিযোগ ওঠে। আরও অভিযোগ, নিতিন সাইনি নামে ওই জিম প্রশিক্ষক, তাঁর কাছে প্রশিক্ষণ নিতে আসা মহিলাদের আপত্তিজনক কিছু ভিডিও তুলে, তা অন্যদের পাঠাতেন। সেই অভিযোগের মামলার জল নিম্ন আদালতের গন্ডি পেরিয়ে হাই কোর্টে গড়ায়। উচ্চ আদালতে আবেদন করেন অভিযুক্ত প্রশিক্ষক নিতিন সাইনি নিজেই। মামলাটি ওঠে বিচারপতি শেখর কুমার যাদবের এসলাজে। মামলা শুনানির সময় বিচারপতি, মহিলাদের সুরক্ষা নিয়ে মন্তব্য করেন।

আদালত পর্যবেক্ষণে জানান, জিমে পুরুষ প্রশিক্ষকরা পর্যাপ্ত নিরাপত্তা ছাড়ায় মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন। বিষয়টি যথেষ্ঠ উদ্বেগের। আদালত ঘটনার তদন্তকারী অফিসারকে হলফনামা জমা দিতে বলেছে। দেখতে বলা হয়েছে, জিমটির রেজিস্ট্রেশন রয়েছে কি না। কোনও মহিলা প্রশিক্ষক আছেন কি না।

উল্লেখ্য, বর্তমানে অনেক জিম আছে যেখানে কোনও মহিলা প্রশিক্ষক নেই। মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুরুষরাই। অভিযোগ এমনটাই। এলাহাবাদ হাই কোর্টের এই পর্যবেক্ষণ তাঁদের কপালেও চিন্তার ভাঁজ ফেলবে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ