Advertisement
Advertisement
Allahabad High Court

চারমাস পরেও আর্থিক সাহায্য পাননি মহাকুম্ভে পদপিষ্টে মৃতদের পরিবার, আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুলাই।

Allahabad High Court slammed the Uttar Pradesh government
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 8, 2025 2:55 pm
  • Updated:June 8, 2025 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় এখনও মেলেনি আর্থিক সাহায্য। এলাহাবাদ হাই কোর্টের প্রশ্নের মুখে যোগী সরকার গত ২৯ জানুয়ারি মহাকুম্ভ চলাকালীন পদপিষ্টের ঘটনা ঘটে। বহু পূণ্যার্থীর মৃত্যু হয়। সেই ঘটনার পর আর্থিক সাহায্যের ঘোষণা করে উত্তর প্রদেশ সরকার। কিন্তু চারমাস পেরিয়ে গেলেও কোনও টাকা পাননি নিহতদের পরিবার। এই নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। সেই মালার শুনানি চলাকালীন বিচারপতিদের প্রশ্নের মুখোমুখি হন সরকারী আইনজীবী।

চার মাস পরেও সরকারের ঘোষণা করা আর্থিক সহায়তার টাকা না পাওয়ায় এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেন উদয় প্রতাপ সিং। শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি সন্দীপ জৈনের অবকাশকালীন বেঞ্চে। শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে দুই বিচারপতির বেঞ্চ জানায়, সরকার যদি আর্থিক সাহায্যের ঘোষণা করে, তাহলে সেটা সময়মতো নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়াটাও সরকারের কর্তব্য।

জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনায় মৃত্যুর পর আবেদনকারীর স্ত্রীর মৃতদেহ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয়। তারপরেও এখনও পর্যন্ত সরকারে ঘোষণা করা আর্থিক সাহায্যের টাকা না পাওয়ার ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দুই বিচারপতির বেঞ্চ। বিচারপতিদের মন্তব্য, “প্রাথমিক দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে, সরকার নাগরিকদের বিষয়ে উদাসীন। রাজ্যের কর্তব্য ছিল যত দ্রুত সম্ভব নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের টাকা তুলে দেওয়া।”

এদিকে কুম্ভলমেলার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলে দুই বিচারপতির বেঞ্চ। শুক্রবারের মামলার শুনানি শেষে রাজ্য সরকারকে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। কুম্ভমেলা সংক্রান্ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা, আর্থিক সাহায্যের দাবির জন্য আবেদনের সংখ্যা এবং ক্ষতিগ্রস্থদের ন্যূনতম বিবরণ উল্লেখ করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুলাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement