Advertisement
Advertisement
Amarnath Yatra

অমরনাথ যাত্রা শুরু কবে? সোমেই চালু পুণ্যার্থীদের নাম নথিভুক্তির কাজ

জেনে নিন অনালাইনে নাম নথিভুক্ত করার পদ্ধতি।

Amarnath Yatra 2025 Registration Begins
Published by: Kishore Ghosh
  • Posted:April 14, 2025 4:38 pm
  • Updated:April 14, 2025 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিকূল প্রকৃতি এবং জঙ্গি হানার আশঙ্কা সঙ্গী করেই প্রতি বছর অমরনাথ ধামে যাত্রা করেন পুণ্যার্থীরা। এবারও সেই লক্ষ্যে ১৪ এপ্রিল, সোমবার শুরু হয়ে গেল নাম নথিভুক্ত করার কাজ। শ্রীঅমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হতে পারে, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লাখো ভক্তের ঢল নামে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা।

অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক। হয় অনলাইন অথবা অফলাইনে তা করতে হবে। শ্রীঅমরনাথ তীর্থ বোর্ড এই বিষয়ে পুণ্যার্থীদের অনুমতি দিয়ে থাকে। বয়স এবং স্বাস্থ্য পরীক্ষা করেই যাত্রার অনুমতি দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাত্রার অনুমতি দেওয়া হয়।

অনলাইনে অমরনাথ যাত্রায় নাম নথিভুক্ত করার পদ্ধতি–

সার্চ ইঞ্জিন থেকে SASB পোর্টালে প্রবেশ করুন। হোম পেজের ‘অনলাইন সার্ভিস’ ট্যাবে ক্লিক করুন। ‘যাত্রা পার্মিট রেজিস্ট্রেশন’ সিলেক্ট করুন। যাত্রার ‘গাইডলাইন’ পড়ে নিয়ে ‘আই এগ্রি’তে ক্লিক করুন। একদম শেষে ‘রেজিস্টার’-এ ক্লিক করুন। সঙ্গে আপলোড করতে হবে নাম ঠিকানা-সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য। যাত্রার তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফোটগ্রাফ, স্বাস্থ্য পরীক্ষার শংসপত্র জমা দিতে হবে। মোবাইল নম্বর যাচাই করতে ওটিপি আসবে পুণ্যার্থীর কাছে। যাত্রার অনুমোদন মিললে ঘণ্টা দুয়েকের মধ্যে পেমেন্টের লিঙ্ক আসবে। ২২০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপরেই যাত্রা রেজিস্ট্রেশন পারমিট ডাউনলোড করা যাবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement