Advertisement
Advertisement
Amarnath Yatra

৩০ জনের মৃত্যুমিছিল পেরিয়ে ২২ দিন পর ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা

অর্ধকুয়ারি এলাকার কাছে ধস নামার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যাত্রা।

Amarnath Yatra starts after 22 days

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 17, 2025 7:19 pm
  • Updated:September 17, 2025 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ২২ দিন স্থগিত থাকার পর অবশেষে শুরু হচ্ছে বৈষ্ণো দেবী যাত্রা। রিয়াসি জেলার কাটরার বেস ক্যাম্প থেকে মাতা বৈষ্ণো দেবী যাত্রা আবার শুরু হয়েছে বুধবার। ২৬ আগস্ট অর্ধকুয়ারি এলাকার কাছে ধস নামার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যাত্রা। এই দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি ভক্ত প্রাণ হারান। আহত হন আরও অনেক যাত্রী।

Advertisement

জানা গিয়েছে, প্রশাসন যাত্রাপথ থেকে ধস সরিয়ে ফের যাত্রা শুরু করার অনুমতি দিয়েছে। দর্শনি দেউড়ি থেকে শুরু হয় যাত্রা। এখানেই  জন্য বৈষ্ণো দেবী যাত্রার ভক্তদের নাম নিবন্ধনের পরে তাঁদের আরএফআইডি কার্ড দেওয়া হচ্ছে। যাত্রা ফের শুরু হওয়ার পরে প্রথম দিনে তীর্থযাত্রীর সংখ্যা আগের তুলনায় কম বলে জানা গিয়েছে। যদিও তীর্থযাত্রীদের মধ্যে এই যাত্রা নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে। সকলের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তীর্থযাত্রীরা।  

গত মাসে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে বড়সড় ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নিচে চাপা পড়ে যান অসংখ্য পুণ্যার্থী। এর জেরে ৩১ জনের মৃত্যু হয়। ধসের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ছিল। এক্স হ্যান্ডেলে ধসের বিষয়ে জানায় বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষও। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধসের ঘটনায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিপর্যয় মোকাবিলায় রাজ্যের পাশে থাকার বার্তা দেন শাহ। এবার সেই যাত্রা শুরু হচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement