সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটচুরির অভিযোগে ‘কেঁদে কূল পাচ্ছে না কংগ্রেস’। যদিও শতাংশের হারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গত ৩৫ বছরে সব থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। সম্ভবত রাহুল গান্ধীকে কেউ একথা জানায়নি। সোমবার কংগ্রেসকে ভোটচুরি নিয়ে এই ভাষাতেই আক্রমণ করল বিজেপি।
এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি গ্রাফিক্স কার্ড-সহ এক্স হ্যান্ডেল পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “কংগ্রেস কাঁদছে ভোটচুরি নিয়ে, কিন্তু ২০২৪ সালে শতাংশের হারে গত ৩৪ বছরে সব থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। মনে হচ্ছে রাহুল গান্ধীকে একথা কেউ জানাননি।” সঙ্গের গ্রাফিক্স কার্ডে গেরুয়া নেতা দাবি করেছেন, ১৯৮৯ সালে নির্বাচনে ৩৯.৫৩ শতাংশ ভোট পেয়েছিল জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী দল, সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারী দলটি।
Congress cries ‘vote chori’, but the fact is that the Congress+ vote share in 2024 is the highest in the last 35 years. Looks like no one told Rahul Gandhi. 😂
— Amit Malviya (@amitmalviya)
প্রসঙ্গত, গত ৭ আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, মোট ছ’রকম ভাবে ভোটচুরি হচ্ছে। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোটচুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকী ভোটমুখী বিহারে রবিবার থেকে ‘ভোট অধিকার যাত্রা’ও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.