ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যন্য বিরোধী নেতাদের মতই ‘রাজনীতি’ দূরে সরিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনিও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাম নেতা মহম্মদ সেলিমের মতই দলের নেতাদের উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদির পাশাপাশি বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতির মতই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই দুর্যোগ মোকাবিলায় তৈরি রয়েছে বিজেপি। অমিত শাহ জানিয়েছেন, দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছেন তিনি। শাহ বলেন, ‘দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি। NDRF-এর দলগুলি ঘটনাস্থলে পৌঁছেছে, এবং প্রয়োজনে আরও দল তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিজেপি কর্মীরাও বিপর্যস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।’
Deeply saddened by the tragic loss of lives in Darjeeling due to heavy rains. My thoughts are with the people who lost their loved ones. Praying for the speedy recovery of the injured.
Spoke with MP of Darjeeling, Shri , and took stock of the situation. Teams of the…
— Amit Shah (@AmitShah)
উত্তরবঙ্গের বন্যার ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন অমিত শাহ। তিনি লিখেছেন, ‘দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলায় পদক্ষেপ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে পোস্ট করে এই দুঃসময়ে উত্তরবঙ্গের দলীয় কর্মী ও স্থানীয় নেতাদের পথে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাবতীয় সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.