Advertisement
Advertisement
Amit Shah

‘রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা সম্ভব নয়’, রাহুলকে কড়া আক্রমণ অমিত শাহের

অমিত শাহের অভিযোগ, কংগ্রেস রাজনীতিতে 'ঘৃণার সংস্কৃতি' ছড়াচ্ছে।

Amit Shah attack Rahul over alleged abouse of Modi and his mother

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 29, 2025 2:19 pm
  • Updated:August 29, 2025 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার অধিকার যাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে কংগ্রেস ও বিজেপির সংঘাত। দিন দুয়েক আগে বিহারে যাত্রা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের একাংশ নেতা-কর্মীরা বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে শুক্রবার রাহুল গান্ধীকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Advertisement

এদিন রাহুলকে বিঁধে শাহ বলেন, “দু’দিন আগে যা হয়েছে তাতে সকলেই দুঃখিত। মোদিজির মা নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে ছেলেকে বিশ্বমঞ্চে একজন বিশ্বাসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন মানুষকে কুৎসিত ভাষায় আক্রমণ, দেশের মানুষ সহ্য করবে না। নিজের রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা কারওর পক্ষে সম্ভব নয়। আমি এর নিন্দা করছি।” তিনি আরও বলেন, “আমি রাহুল গান্ধীকে অনুরোধ করছি, আপনার একটুও লজ্জা থাকলে মোদিজি এবং তাঁর মৃত মায়ের কাছে ক্ষমা চান। দেশের মানুষের কাছেও ক্ষমা চান। ভগবান সকলকে বুদ্ধি দিন।”

আমিত শাহের অভিযোগ, কংগ্রেস রাজনীতিতে ‘ঘৃণার সংস্কৃতি’ ছড়াচ্ছে। বিহারে রাহুল গান্ধীর যাত্রাকে ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’ বলে তাঁর দাবি, “কংগ্রেস যত কুকথা বলবে, বিজেপি তত জিতবে।”

এরপরেই, শুক্রবার কলকাতায় কংগ্রেসের দপ্তরে হামলা চালায় বিজেপি কর্মীরা। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো হয়। দপ্তরে থাকা ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement