ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শত্রুকে কখনও দুর্বল মনে করবেন না’, পহেলগাঁও সন্ত্রাসের পালটা মঙ্গলরাতের প্রত্যাঘাতের পর চাণক্যের সেই বাণীতেই আস্থা রাখছে দেশ। অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাকিস্তানের তরফ থেকে কোনওরকম হামলা রুখে দিতে দেশের আধা সেনার ছুটি বাতিলের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি যে জওয়ানরা বর্তমানে ছুটিতে রয়েছেন তাঁদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশসচিব ও সেনা। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।
ভারতের হাতে সজোরে থাপ্পড় খেয়ে ফুঁসছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি পাক সেনার তরফেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সময় সুযোগ বুঝে ভারতকে এর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতির মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, দেশের আধাসেনার সব জওয়ানের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফের মতো প্রধান সব আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিজের কর্তব্যে ফিরতে হবে। নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করার নির্দেশের পাশাপাশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।
শত্রুর কোনওরকম ষড়যন্ত্র রুখে দিতে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের মতো সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। দেশের রেল স্টেশন, বিমানবন্দর, মেট্রো-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিগুলির পাশাপাশি সমস্ত রাজ্যের পুলিশবাহিনীকেও সতর্ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.