Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

আত্মসমর্পণ অথবা মৃত্যু! আলোচনার দাবি উড়িয়ে মাওবাদের শিকড় উপড়ানোর হুঙ্কার শাহের

যাদের হাতে অস্ত্র রয়েছে তাদের সঙ্গে কোনও আলোচনা নয়।

Amit Shah rules out talks with Maoists, tells them to give up arms

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 29, 2025 7:26 pm
  • Updated:June 29, 2025 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত থেকে মাওবাদের অস্তিত্ব মুছে ফেলব’, মাওবাদীদের সঙ্গে কোনও রকম আলোচনার দাবি খারিজ করে হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তেলেঙ্গানায় এক জনসভায় দাঁড়িয়ে শাহ বুঝিয়ে দিলেন, হয় আত্মসমর্পণ না হলে মৃত্যুই হবে মাওবাদীদের শেষ পরিণতি।

Advertisement

গত প্রায় এক বছর ধরে মাও অধ্যুষিত ছত্তিশগড়, তেলাঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি জোরকদমে অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সংঘর্ষ বিরতির দাবি জানিয়ে মাওবাদীদের তরফে বারবার আবেদন জানানো হলেও সে আর্জি কানে তোলেনি সরকার। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ জানালেন, “কংগ্রেস এইসব লোকেদের (মাওবাদীদের) সঙ্গে আলোচনা করতে বলে। তবে আমাদের সরকারের নীতি হল যাদের হাতে অস্ত্র রয়েছে তাদের সঙ্গে কোনও আলোচনা নয়। অস্ত্র ত্যাগ করুন, আত্মসমর্পণ করুন এবং সমাজের মূল ধারায় ফিরে আসুন।”

একইসঙ্গে শাহ জানান, ”মাওবাদীদের উচিত অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসা। যদি সেটা না করা হয় সেক্ষেত্রে আমরা চূড়ান্ত সময়সীমা ঠিক করে দিয়েছি। ৩১ মার্চ ২০২৬ এই সময়ের আগেই দেশ থেকে পুরোপুরি নির্মূল করে ফেলা হবে মাওবাদ।” মাও-দমন অভিযানে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে শাহ আরও বলেন, “ইতিমধ্যেই উত্তর-পূর্বের প্রায় ১০ হাজার মানুষ আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে এসেছেন। এদের অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। একইভাবে গত দেড় বছরে প্রায় ২০০০ জনের বেশি আদিবাসী মাওবাদ ছেড়ে আত্মসমর্পণের রাস্তায় হেঁটেছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে বিরাট পরিসরে অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গত কয়েকমাসে নিকেশ করা হয়েছে মাওবাদীদের বহু শীর্ষ কমান্ডারকে। পুনরুদ্ধার করা হয়েছে মাওবাদীদের একের পর এক ঘাঁটি। এভাবে লাগাতার বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি মহেশকুমার গৌড়। এই অভিযান বন্ধের আর্জি জানিয়ে তিনি বলেন, ‘মাওবাদীরাও দেশের নাগরিক। যারা গরিব মানুষের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। এই অবস্থায় মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, বরং সাংবিধানিক পথে সমস্যা মেটানো উচিত।’ মাওবাদীদের সঙ্গে আলোচনারও ইঙ্গিত দেন তিনি। তবে সে আর্জি পুরোপুরি খারিজ করে শাহ জানিয়ে দিলেন, বিকল্প দুটি, হয় আত্মসমর্পণ নয় মৃত্যু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement