Advertisement
Advertisement
Amit Shah

‘বিরোধীরা পরিবারবাদী, বিজেপিই মানুষের কল্যাণ চায়’, হরিয়ানায় দাবি শাহর

কংগ্রেসকে 'কাট, কমিশন ও করাপশন পার্টি' বলে তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর।

Amit Shah terms Congress 'cut, commission, corruption' party। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:November 2, 2023 8:16 pm
  • Updated:November 2, 2023 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) হল এমন এক দল যাদের ভিত্তি হল দুর্নীতি আর কমিশন। এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার আক্রমণ করলেন কংগ্রেসকে। সেই সঙ্গে তোপ দাগলেন ইন্ডিয়া জোটকেও। শাহর কটাক্ষ, ২৭টি দল নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই এই জোট গড়েছে।

Advertisement

হরিয়ানা সরকারের এক জনসভায় এদিন যোগ দেন অমিত শাহ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”কংগ্রেস হল কাট, কমিশন ও করাপশন (দুর্নীতি) পার্টি। দলের চিহ্ন হাত, সেটা হরিয়ানার মানুষদের সঙ্গে নেই।”

[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]

পাশাপাশি ইন্ডিয়া জোটকেও কাঠগড়ায় তোলেন শাহ (Amit Shah)। তাঁর অভিযোগ, ওই ২৭টি দল ‘পরিবারবাদী’। শাহকে বলতে শোনা যায়, ”ওঁরা সবাই পরিবারবাদী। কেউ নিজের ছেলেকে প্রধানমন্ত্রী করতে চান। কেউ ছেলেকে এজেন্সির হাত থেকে বাঁচাতে চান। কেউ চান, তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোন। কেউ কেউ আবার ম্যাডামের বিশ্বাসভাজনের তালিকায় রয়েছেন। এঁরা কোনওদিন মানুষের ভালো করার কথা ভাববেন?” শাহর দাবি, এরই বিপরীত ছবি বিজেপিতে। একমাত্র গেরুয়া শিবিরই মানুষের কল্যাণের কথা ভেবে কাজ করে।

বিপক্ষের নিন্দা ও আত্মপ্রচারের পাশাপাশি রাম মন্দির ইস্যু তুলেও কংগ্রেসকে বেঁধেন শাহ। তাঁর দাবি, স্বাধীনতার পরে দশকের পর দশক জুড়ে কংগ্রেস রাম মন্দির ইস্যুটাকে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ