সুদীপ রায়চৌধুরী: একদিকে সংসদে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদল বিজেপিকে চাপে ফেলতে রণকৌশল স্থির করছে তৃণমূল। সেই লক্ষ্যে সোমবার সাংসদদের নিয়ে ভারচুয়াল বৈঠকে বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে দলের বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহও। সোমবার দিনভর তাঁর নানা কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করবেন শাহ। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
বিহার ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তুমুল হইচই। বিহারের মতো বিভিন্ন রাজ্যে তা লাগু হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআরের বিরোধিতা করে রাজ্য সরকার সুর চড়িয়েছে। প্রতিবাদে একাধিক কর্মসূচি গৃহীত করেছে। আগামী সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে। তৃণমূলের তরফে তাতে নেতৃত্ব দিতে পারেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে এনিয়ে বিজেপিকে চাপে ফেলতেও নির্দিষ্ট রণকৌশল স্থির করছে তৃণমূল।
এদিকে, বিজেপিও এসআইআর নিয়ে সতর্ক। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে। আসলে এসআইআরের বিরোধিতায় যেভাবে বাংলার শাসকদল কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে প্রমাদ গুনছে কেন্দ্রের শাসক শিবির। প্রান্তিক স্তরে এর নেতিবাচক প্রভাব থেকে সতর্ক করতে লাগাতার প্রচার করছে তৃণমূল। এমনকী তৃণমূল নেত্রীও বিভিন্ন জনসভায় তা বলছেন। তাই এরাজ্যে এসআইআর লাগু হলে কীভাবে তার মোকাবিলায় ময়দানে নেমে কাজ করবে বিজেপি, তা নিয়ে বাংলার সাংসদদের পাঠ দেবেন অমিত শাহ।
এছাড়া শমীক আরও জানিয়েছেন, আগামী ৯ আগস্ট অভয়ার ধর্ষণ-হত্যাকাণ্ডের একবছরে যে নাগরিক মিছিলের ডাক দিয়েছে তাঁর পরিবার, তাতে পতাকা ছাড়া অংশ নিতে চায় বিজেপি। সেই মর্মে অমিত শাহকে নিজেদের কর্মসূচির কথা জানানো হয়েছে। রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে সেই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, সিপিএমের তরফে তাঁর প্রস্তাব নাকচ করা হয়েছে। তৃণমূল তাতে নেই, তা স্পষ্ট। ফলে অভয়ার পরিবারের ডাকা মিছিলের দখল বকলমে বিজেপি নিতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.