সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ বছর আপনারা ওখানেই বসে থাকবেন। সোমবার সংসদে মেজাজ হারিয়ে বিরোধীদের এভাবেই তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আসলে এদিন বিদেশমন্ত্রী এস জয়শংকর ভারত-পাক সংঘাত এবং অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখছিলেন। সেই সময় সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওড়াতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। তখনই মেজাজ হারান শাহ। উঠে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেন, “ওদের অন্য দেশের (বিরোধীদের) প্রতি বিশ্বাস আছে। কিন্তু ভারতের বিদেশমন্ত্রকের প্রতি ওদের (বিরোধীদের) বিশ্বাস বা আস্থা কোনওটাই নেই।” তিনি আরও বলেন, “আমি ওদের দলে বিদেশের গুরুত্ব বুঝি। কিন্তু তার অর্থ এই নয় যে তারা সববিছু সংসদে চাপিয়ে দেবেন। এই কারণেই ওরা (বিরোধীরা) ওখানে বসে। আর আগামী ২০ বছর ওখানেই বসে থাকবে।”
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে জয়শংকর বলেন, “২২ এপ্রিল (পহেলগাঁও হামলা) থেকে ১৭ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনও কথোপকথন হয়নি।” একইসঙ্গে তিনি বলেন, “ভারতের কূটনৈতিক সাফল্যের কারণেই পাক মদতপুষ্ট ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ বা টিআরএফকে জঙ্গিসংগঠন ঘোষণা করেছে আমেরিকা। পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা হবে না। আমরা পাকিস্তানের পরমাণু হুমকির কাছেও মাথা নত করব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.