সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন ব্লু স্টারের ৩২তম বার্ষিকী উপলক্ষে অমৃতসরে চূড়ান্ত সতর্কতা জারি করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। স্বর্ণমন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট অবতার সিং মক্কর প্রত্যেককে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। অমৃতসরের বিভিন্ন এলাকায় আধাসেনা ও পঞ্জাব পুলিশ টহল দিচ্ছে।
গতকাল, রবিবার থেকে স্বর্ণমন্দিরের ভিতর প্রার্থনা শুরু হয়েছে। আজ প্রার্থনার শেষ দিন। প্রকাশ সিং বাদল বলেছেন, “শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।” ১৯৮৪ সালের জুন মাসে খলিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। ধর্মস্থানে এই অভিযানের জেরে অশান্ত হয় পঞ্জাব। পরে শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.