Advertisement
Advertisement
Uttar Pradesh

ফের নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, লাইনচ্যুত হতে হতে বাঁচল কাঠগোদাম

রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে দুষ্কৃতীরা।

An attempt to derail two trains in Uttar Pradesh
Published by: Amit Kumar Das
  • Posted:May 20, 2025 10:53 am
  • Updated:May 20, 2025 11:25 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ট্রেনে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি লাইনচ্যুত হতে হতে বাঁচল কাঠগোদাম। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে চালকের তৎপরতায় রক্ষা পায় ট্রেন দুটি।

Advertisement

পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথে দলেলনগর ও অমরতালি স্টেশনের মাঝে দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়। রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে রাখে দুষ্কৃতীরা। রেললাইনে আর্থিন দেওয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় গুঁড়িটি। এই ঘটনা দেখতে পেয়ে শেষ মুহূর্তে এমারজেন্সি ব্রেক কষেন রাজধানী এক্সপ্রেসের চালক। ট্রেন থামার পর কাঠের গুঁড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক ঠিক পিছনে ছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। রেললাইনের উপর একই একই ঘটনা নজরে পড়তে তিনিও ব্রেক কষেন।

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও রেল কর্তারা। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেলে দুর্ঘটনার ষড়যন্ত্র করা হয়েছিল। চালক জরুরি ভিত্তিতে ব্রেক না কষলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

উল্লেখ্য, এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। গত বছর দেশের নানা প্রান্তে রেলে নাশকতার এমন ছবি প্রকাশ্যে এসেছিল। কোথাও ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, তো কোথাও সিমেন্টের স্লাব ফেলে রাখা হয় রেললাইনে। পরপর এই ধরনের ঘটনায় প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়ে। এবার ফের উত্তরপ্রদেশে নাশকতার ষড়যন্ত্র প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ