Advertisement
Advertisement
Corona Vaccine

করোনা টিকার হাহাকারের মধ্যেই দুঃসংবাদ, নষ্ট হয়েছে ২৩ শতাংশ ডোজ

এদিকে, রেমডেসিভিরের নামে জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল এক নার্সের বিরুদ্ধে।

An RTI reply has revealed that of the total vaccines allocated to states 23 per cent was wasted । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Arupkanti Bera
  • Posted:April 20, 2021 1:10 pm
  • Updated:April 20, 2021 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে টিকার হাহাকার। কিন্তু এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, রাজ্যগুলিকে যে পরিমাণ টিকার (Corona Vaccine) ডোজ দেওয়া হয়েছিল, তার প্রায় ২৩ শতাংশ নষ্ট হয়েছে। তথ্য জানার অধিকারে এক আবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে।

Advertisement

টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে মোট ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে। মোটের উপর যা ২৩ শতাংশ। আর যে রাজ্যগুলিতে সব থেকে বেশি টিকা নষ্ট হয়েছে সেগুলি হল তামিলনাড়ু (১২.১০%), হরিয়ানা (৯.৭৪%), পাঞ্জাব (৮.১২%), মণিপুর (৭.৮%) এবং তেলেঙ্গানা (৭.৫৫%)।

আর সব থেকে কম ডোজ যে রাজ্যগুলিতে নষ্ট হয়েছে সেগুলি হল কেরল, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মিজোরাম, গোয়া, দমন দিউ, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। ১১ এপ্রিল পর্যন্ত ১০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ওই তথ্য জানার অধিকারে।

এদিকে করোনা চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহার হু (WHO) নিষিদ্ধ করলেও তা দীর্ঘদিন ধরে এই মারণ রোগের চিকিৎসায় ব্যবহার হচ্ছে। তাই দিকে দিকে এখনও চাহিদা রয়েছে রেমডিসিভিরের। এই সুযোগে শুরু হয়ে গিয়েছে কালো বাজারিও। শুধু তাই নয় রেমডিসিভিরের ভায়ালে জল ভরেও বিক্রি করার অভিযোগ সামনে এসেছে মাইসুরুতে।

[আরও পড়ুন: টলিপাড়ায় ফের করোনার থাবা, আক্রান্ত সুপারস্টার জিৎ]

মাইসুরুর জেএসএস হাসপাতালের এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফাঁকা ভায়াল জোগাড় করে ভিতরে স্যালাইন এবং কোনও একটি অ্যান্টিবায়োটিক ভরে বিক্রি করার অভিযোগ উঠেছে। এই কাজ নাকি ২০২০ সাল থেকে করে আসছে সেই নার্স। এই কালোবাজারি চক্রের পাণ্ডাও নাকি সে। তাঁর সাগরেদদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। খতিয়ে দেখছে এমন নকল ভায়াল কতগুলি বিক্রি করা হয়েছে। এবং কোথায় কোথায় তা গিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

[আরও পড়ুন: চিনা মাঞ্জায় গলা এফোঁড় ওফোঁড়! PPE কিট পরেই অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন ডাক্তাররা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement