Advertisement
Advertisement
Andhra Pradesh

নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রিন্সিপাল, কিশোরী গর্ভবতী হতেই প্রকাশ্যে কুকীর্তি

ধর্ষণের ছাত্রীকে হুমকি দেওয়ারও অভিযোগ।

Andhra Pradesh school principal Physically harassed Class 9 student and survivor pregnant

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:July 30, 2025 12:41 pm
  • Updated:July 30, 2025 12:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে ড. বিআর আম্বেদকর কোনাসিমা জেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত স্কুলেরই প্রিন্সিপাল। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে চলে আসে। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। এই ঘটনায় তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত অভিযুক্তের গ্রেপ্তারির খবর নেই।  

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে ওই নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত স্কুলের প্রিন্সিপাল জয়ারাজু। ধর্ষণের পর কিশোরীকে হুমকিও দেন প্রিন্সিপাল, মুখ খুললে ভয়ংকর বদলা নেবেন তিনি। হুঁশিয়ারির কারণে ভয়ে চুপ ছিল নাবালিকা। কিন্তু তার মা খেয়াল করেন, পর পর  তিন মাস কিশোরীর ঋতুচক্র বন্ধ হয়ে গিয়েছে। সন্দেহ হওয়ায় গর্ভধারণ পরীক্ষা করান তিনি। তখনই জানা যায় কিশোরী গর্ভবতী হয়ে পড়েছে। মা-বাবার কাছে জয়রাজুর ঘটনা জানায় সে। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি।

রায়াবরম থানায় অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা-মা। পকসো ধারায় মামলা করা হয়েছে জয়রাজুর বিরুদ্ধে। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, নাবালিকাকে ন্যায় বিচার দিতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ