Advertisement
Advertisement
Andhra Pradesh

অন্ধ্রপ্রদেশে ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ৫ বছরের শিশুর, আহত বহু

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Andhra Pradesh school wall collapse kills 5-year-old student, many injured
Published by: Subhodeep Mullick
  • Posted:September 15, 2025 7:52 pm
  • Updated:September 15, 2025 7:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ বছরের এক শিশুর। আহতের সংখ্যা ১০। কিন্তু কী কারণে দেওয়ালটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ওই স্কুলে দেরিতে প্রবেশ করে কয়েকজন পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ তাদের বাইরে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেয়। সেই সময় আচমকা ভেঙে পড়ে দেওয়ালের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পড়ুয়ার। তাঁর নাম রাকিব। বয়স ৫ বছর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় আরও বেশ কিছু পড়ুয়া। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের কয়েকজন আধিকারিক। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশের এক আধিকারিক বলেন, “খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। কিন্তু কী কারণে দেওয়ালটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ