Advertisement
Advertisement
Andhra Pradesh

মার্কিন শুল্ককোপে ২৫০০০ কোটির ক্ষতি অন্ধ্রের! ‘কিছু করুন’, কেন্দ্রের কাছে আর্জি নায়ডুর

৫০ শতাংশ রপ্তানির বরাত বাতিল হয়েছে।

Andhra Pradesh shrimp exports losses at Rs 25,000 crore due to US Tariff
Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2025 7:12 pm
  • Updated:September 15, 2025 7:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ শতাংশ মার্কিন শুল্কের কোপে কার্যত ধসের মুখে অন্ধ্রপ্রদেশের অর্থনীতি। এই রাজ্যের অর্থনীতির অন্যতম উৎস বিদেশে চিংড়ি রপ্তানি। শুল্কের কোপে পড়ে কার্যত বন্ধের জোগার অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানি। যার জেরে অনুমানিক ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বিপাকে পড়েছেন চিংড়ি চাষি ও জেলেরা। বাতিল হয়ে গিয়েছে ৫০ শতাংশ বরাত। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে রেহাই পেতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন অন্ধের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।

Advertisement

আমেরিকার চাপানো ৫০ শতাংশ শুল্কের পাশাপাশি ৫.৭৬ শতাংশ ক্ষতিপূরণ শুল্ক ও ৩.৯৬ শতাংশ অ্যান্টি ডাম্পিং শুল্ক চেপেছে চিংড়ি রপ্তানির উপর। যার জেরে কন্টেনার পিছু ৫৯.৭২ শতাংশ শুল্ক গুণতে হচ্ছে চিংড়ি রপ্তানিতে। বাড়তি শুল্ক লাগু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২ হাজার কন্টেনারের উপর চেপেছে ৬০০ কোটি টাকা করের বোঝা। ক্ষতি হয়েছে ২৫ হাজার কোটি টাকার। প্রায় চিংড়ি রপ্তানির প্রায় ৫০ শতাংশ বরাত বাতিল হয়েছে। এই অবস্থায় সাহায্য চেয়ে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও রাজীব রঞ্জন সিংকে চিঠি লিখেছেন নায়ডু। চিঠিতে কেন্দ্রের কাছে জিএসটি ছাড় ও মাছ চাষিদের জন্য আর্থিক প্যাকেজের দাবি করা হয়েছে। জলজ পণ্য যাতে অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা যায় তার জন্য উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি বাণিজ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি, চিংড়ি ও মৎসচাষিদের সমস্যা দূর করতে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হোক।

উল্লেখ্য, দেশের মোট চিংড়ি রপ্তানির ৮০ শতাংশ ও সামুদ্রিক পণ্যের ৩৪ শতাংশ রপ্তানি করে অন্ধ্রপ্রদেশ। এর জেরে অন্ধ্রপ্রদেশের বার্ষিক রপ্তানি প্রায় ২১ হাজার ২৪৬ কোটি টাকা। যা আপাতত বন্ধের মুখে। এই অবস্থায় কেন্দ্রকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যের ২.৫ লক্ষ মৎসজীবী ও চাষি চরম সমস্যার মুখে। তাঁদের পাশাপাশি এই শিল্পের উপর নির্ভরশীল প্রায় ৩০ লক্ষ মানুষ বিপাকে পড়েছেন। নাইডু বলেন, মার্কিন শুল্ক চিংড়ি রপ্তানির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এর পাশাপাশি, রপ্তানি প্রক্রিয়ায় যাতে বাধা না পড়ে তার জন্য কেন্দ্রকে ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং রাশিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করার আর্জি জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ