Advertisement
Advertisement
Anil Ambani

কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার অনিল-ঘনিষ্ঠ অশোক কুমার

আরও অস্বস্তি বাড়ল অনিলের।

Anil Ambani aide arrested by ED in Money Laundering Case
Published by: Subhodeep Mullick
  • Posted:October 11, 2025 2:21 pm
  • Updated:October 11, 2025 2:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অস্বস্তি বাড়ল রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানির। আর্থিক তছরুপের অভিযোগে এবার শিল্পপতির সহযোগী অশোক কুমার পালকে গ্রেপ্তার করল ইডি। রিলায়্যান্স পাওয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। দীর্ঘক্ষণ জেরার পর অবশেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।  

Advertisement

অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের।

স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছে আর কম এবং আম্বানি। সেই ঋণের বেশিরভাগটাই পরিশোধ করা হয়নি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে। অর্থিক তছরুপের অভিযোগে গত আগস্ট মাসে আম্বানিদের প্রায় ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। আসরে নামে সিবিআইও। একাধিকবার ইডির মুখোমুখি হতে হয়েছে আনিলকেও। কিন্তু এবার তাঁর সহযোগী অশোককে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ