সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় ছিলেন বিশ্বের ষষ্ঠ ধনী। সেই অনিল আম্বানি দীর্ঘদিন ধরেই ডুবে রয়েছেন ঋণে। এবার তাঁর সংস্থাকে ‘জালিয়াত’ বলে চিহ্নিত করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিশ্চিত ভাবেই তাঁর অস্বস্তি আরও বাড়ল।
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে জমা পড়বে রিলায়েন্স কমিউনিকেশনসের জালিয়াতি সংক্রান্ত রিপোর্ট। মনে করা হচ্ছে, এবার বাকি সংস্থাগুলিও ঋণখেলাপের অভিযোগ নিয়ে আরবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাবে। বিপুল ঋণের ভারে জর্জরিত অনিল আগেই জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর তেমন উল্লেখযোগ্য কোনও সম্পত্তি নেই। জীবনধারণের জন্যও তিনি স্ত্রী-সন্তানের উপর নির্ভরশীল।
অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিল আম্বানির। গত বছর তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। একই সঙ্গে রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়। আসলে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে অনিল-সহ তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে রিলায়েন্স হোম ফাইনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেপ্তার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.